English

29.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

হত্যা চেষ্টা মামলায় সাবেক এমপি সাফিয়া গ্রেফতার

- Advertisements -

সংরক্ষিত মহিলা আসনের (কক্সবাজারের চকরিয়া-পেকুয়া উপজেলা) সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী মোসা. সাফিয়া খাতুনকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় সোয়াইব রহমান নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

সোমবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর রাজধানী পল্লবী থানাধীন বালুঘাট এলাকায় মিছিলের প্রস্তুতির সময় সাফিয়া খাতুনকে পুলিশ গ্রেফতার করে। পরদিন ১ ডিসেম্বর রাজধানীর পল্লবী থানাধীন আকরাম হোসেন রাব্বি হত্যা মামলায় তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াহাব তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণ করে মিরপুর-১০ নম্বর এলাকায় অবস্থান করাকালে সেখানে অবস্থানরত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডার এজাহার নামীয় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ভিকটিম সোয়াইব রহমান শরীরের পিছনের অংশ কোমরের নিচে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীসমূহ ও অন্যান্য ছাত্র জনতা ভিকটিমকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় ১ ডিসেম্বর মিরপুর মডেল থানায় ভিকটিম সোয়াইব রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xyax
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন