English

23 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

কুমিল্লার চান্দিনায় বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় হত্যা!

- Advertisements -

কুমিল্লার চান্দিনায় বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় মো. ফরিদ মিয়া (৫৪) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকাল ১০টায় চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. ফরিদ মিয়া ওই গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. আবু তাহের জানান, পার্শ্ববর্তী বাড়ির রুহুল আমিনের ছেলে কলেজছাত্র হাবিব উল্লাহ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসব বিষয় নিয়ে সোমবার সকালে হাবিবের বাবা রুহুল আমিনের নিকট জানাতে চায় ফরিদ মিয়া। এতে  ক্ষিপ্ত হয়ে উঠে তারা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের আঘাতে আহত হন ফরিদ। তাকে দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন