English

28 C
Dhaka
মঙ্গলবার, মে ২০, ২০২৫
- Advertisement -

পাবনা-কুষ্টিয়া মহাসড়কে অভিযান: মাদকদ্রব্য উদ্ধার

- Advertisements -

১৯/০৫/২০২৫ তারিখ সন্ধ্যা ১৯:৩০ ঘটিকায় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন বগুড়ার পাকশি হাইওয়ে থানা কর্তৃক পাবনা জেলার ঈশ্বরদী পাবনা-কুষ্টিয়া মহাসড়কে লালন শাহ সেতু সংলগ্ন গোলচত্বরের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে একটি রেজিঃ বিহীন টেম্পু কুষ্টিয়ার দিক হইতে সেতু পার হয়ে ঘটনাস্থলে আসলে টেম্পুটি সিগনাল দিয়ে দার করানো হয়।

টেম্পুতে থাকা যাত্রীদের মধ্যে মোঃ পাপ্পু ইসলাম(৩০), পিতা-মৃত আলতাফ প্রামাণীক, সাং- বাঘইল পূর্বপাড়া,থানা-ঈশ্বরদী,জেলা-পাবনা। এর হাতে থাকা কালো রঙ্গের শপিং ব্যাগ তল্লাশি করিয়া ৫৫০(পাঁচশত পঞ্চাশ) পিছ Tapentadol Tablets 100mg উদ্ধার করা হয়।

তাকে জিজ্ঞেসা বাদে জানা যায় চুয়াডাঙ্গা জেলা হইতে ক্রয় করিয়া অধিক লাভে বিক্রয়ের জন্য পাবনা শহরে নিয়ে যাচ্ছিলেন উপস্থিত লোকজনের সামনে উক্ত Tapentadol Tablets 100 mg জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

উদ্ধার কৃত আলামত ও আসামী মোঃ পাপ্পু ইসলাম(৩০), পিতা-মৃত আলতাফ প্রামানিক, সাং- বাঘইল পূর্বপাড়া,থানা-ঈশ্বরদী,জেলা-পাবনা কে পাকশী হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন