English

29.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

পাহাড়ধসের আশঙ্কায় বান্দরবানের ৬০ পর্যটন স্পট বন্ধ ঘোষণা

- Advertisements -

টানা ভারি বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ধসের আশঙ্কায় বান্দরবানের লামা উপজেলার ৬০টি পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা সদরের মিরিঞ্জা রেঞ্জ ও শুখিয়া দুখিয়া ভ্যালিতে অবস্থিত পর্যটন স্পটগুলো রবিবার (১ জুন) থেকে বন্ধ ঘোষণা করা হয়।

এদিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনার এক জরুরি সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ নির্দেশনা জারি করেছেন।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইন উদ্দিন জানিয়েছেন, টানা ভারি বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কা করা হচ্ছে।সেই সঙ্গে পাহাড়ি এলাকার সড়কগুলো বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভারি বর্ষণে পাহাড়ধসে প্রাণহানি ঠেকাতে ও পর্যটকদের জীবন রক্ষায় উপজেলার তিনটি স্থানের ৬০টি পর্যটন স্পট পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে টানা ভারি বর্ষণে আবারও বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বকখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিপৎসীমার সাত থেকে ১০ ফুট নিচ দিয়ে নদীগুলোর পানি প্রবাহিত হচ্ছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/yfby
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন