বাংলাদেশে নিরাপদ সড়ক আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব, জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় সৌদি আরবে প্রবাসীদের উদ্যোগে নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় মালিক ফাহাদ রোডের হোটেল মেরিডিয়ান মিলনায়তনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও পরিচালক জনাব হাসান জাহাঙ্গীর। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব আব্দুস সামাদ আজাদ, সভাপতি, নিরাপদ সড়ক চাই (নিসচা), সৌদি আরব শাখা। আর পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক, নিসচা সৌদি আরব।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন শুধু বাংলাদেশের চলচ্চিত্রের একজন গুণী শিল্পী নন, তিনি দেশের মানুষের জীবন বাঁচানোর জন্য আজীবন লড়াই চালিয়ে যাচ্ছেন। নিরাপদ সড়ক আন্দোলন আজ একটি জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে, যার মূল চালিকাশক্তি কাঞ্চন। আমরা সবাই আন্তরিকভাবে প্রার্থনা করি, আল্লাহ তাঁকে সুস্থ করে আবারও মানুষের পাশে দাঁড়াবার শক্তি দিন।”
প্রধান অতিথি হাসান জাহাঙ্গীর আবেগঘন কণ্ঠে বলেন— “ইলিয়াস কাঞ্চন আমাদের গর্ব। তিনি সিনেমায় যেমন নায়ক, বাস্তব জীবনেও তিনি মানুষের প্রাণ বাঁচানোর নায়ক। আমি বিশ্বাস করি, কোটি মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন, ইনশাআল্লাহ কাঞ্চন ভাই দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।”
মাহফিলে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। সবাই কণ্ঠ মিলিয়ে দোয়া করেন, আল্লাহ যেন প্রিয় এই মানুষটিকে আরোগ্য দান করেন এবং নতুন শক্তি নিয়ে আবারও দেশ ও জাতির জন্য কাজ করার সুযোগ দেন।