English

31.2 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

আসছে মোশাররফ করিম অভিনীত ‘স্বর্ণমানব ৫’

- Advertisements -
Advertisements

স্বর্ণমানব’ টেলিফিল্মের পঞ্চম সিরিজে এবার দেখানো হবে চোরাচালানের মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে কীভাবে কানাডায় সেকেন্ড হোম গড়ে তোলা হয় সেটাকে কেন্দ্র করে। গল্পে সেকেন্ড হোম তৈরির নামে যে অর্থ পাচার হয়, তা একটা ফাঁদ। এই ফাঁদে পা দিয়ে বিপদ ঘাড়ে চেপে বসে। এবারের সিজনেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

প্রতিবারের মতো ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবসে টেলিফিল্মটি প্রচার করা হবে। চ্যানেল আই, বৈশাখী, আরটিভি, এনটিভি ও বাংলাভিশন টেলিভিশনে একই দিনে বিভিন্ন সময়ে প্রচার হবে এটি।

‘স্বর্ণমানব ৫’ শিরোনামের এবারের টেলিফিল্মটি পরিচালনা করেছেন এস এ হক অলিক। এর রচয়িতা ও সার্বিক নির্দেশনা দিয়েছেন মইনুল খান। তিনি কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক; বর্তমানে এনবিআরের সদস্য। টেলিফিল্মটির লেখক বলেন, ‘এবারের সিরিজের গল্পে ভিন্নতা আছে, ভিন্নতা রয়েছে চরিত্রের বুননেও, যার সঙ্গে বাস্তবতার মিল দেখা যাবে।’

Advertisements

প্রতিটি সিরিজের মতো এবারের পর্বটিও গল্পের মাধ্যমে জনমনে সচেতনতা বাড়াবে বলে মইনুল খান মনে করেন। তিনি আরও বলেন, ‘স্বর্ণমানব’ টেলিফিল্ম সমাজের নানা অপরাধের বিরুদ্ধে একটি আন্দোলনে পরিণত হয়েছে। তিনি জানান, দর্শকপ্রিয়তার কারণে ভবিষ্যতেও এর ষষ্ঠ পর্ব নির্মাণ করা হবে।

এবারের সিরিজে আরও যারা অভিনয় করেছেন রুনা খান, তারিন জাহান, আজিজুল হাকিম, রাশেদ সীমান্ত, শহীদুজ্জামান সেলিম, ওয়ালিউর রহমান রুমী, আমানুল হক হেলাল, খালিদ ও মাসুদ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cvec
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন