English

29 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
- Advertisement -

পণ্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে: ক্রেতাদের নাভিশ্বাস

- Advertisements -
এই মুহূর্তে মানুষের সবচেয়ে বড় অস্বস্তির কারণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। আমাদের বাজারগুলোতে কোনো নিয়মনীতি কাজ করে না। এক শ্রেণির ব্যবসায়ী সুযোগ পেলেই পণ্যমূল্য বাড়িয়ে দেয়। আর এ জন্য তাদের অজুহাতের কোনো অভাব হয় না।
বাজার তদারকিতে নিয়োজিত সংস্থাগুলোর এ ক্ষেত্রে প্রায় কোনো ভূমিকাই দেখা যায় না। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এবার সেই বাজার নিয়ন্ত্রণে উদ্যোগী হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ১৩ দপ্তর ও সংস্থাকে তারা  আলটিমেটাম দিয়ে বলেছে, এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। অন্যথায় এসব দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের পদত্যাগের আহ্বান জানানো হয়েছে।

গত রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময়সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা এ আলটিমেটাম দেন।

মতবিনিময়সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরে বলেন, যেখানে হাত দেওয়া হয়, সেখানেই অনিয়ম। তিনি স্বীকার করেন, আমরা অনেক অনিয়ম বন্ধ করতে পারিনি। সভায় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি সুপারিশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

সুপারিশগুলোর মধ্যে রয়েছে : ১. ছাত্র-জনতা টিম করে প্রতিটি শহর, জেলা, উপজেলা, পাড়া, মহল্লায় বাজার মনিটর করতে হবে। তবে তারা কাউকে জরিমানা করতে পারবে না। আইন নিজের হাতে নেওয়া যাবে না। ২. প্রতিটি জেলা-উপজেলায় শিক্ষার্থীদের সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময়সভার আয়োজন করা। ৩. প্রত্যেক বিক্রেতার নিত্যপণ্য ক্রয়ের রসিদ রাখা।
৪. প্রতিটি দোকানে মূল্যতালিকা টাঙানো। ৫. কেউ বাজার, রাস্তা, দোকান দখল করে ব্যবসা করলে তাকে উত্খাত করা। ৬. রাস্তায় চাঁদাবাজি বন্ধ ও প্রতিরোধ করা। ৭. প্রতিটি এলাকাভিত্তিক মূল্যতালিকা দেওয়া, যাতে কেউ বেশি দাম নিতে না পারে। ৮. ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জনবল বাড়ানো।
৯. দুর্নীতি-স্বজনপ্রীতি বন্ধ করা। আমরা মনে করি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পণ্যমূল্য নিয়ন্ত্রণের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অত্যন্ত সময়োপযোগী। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ অন্য সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বাজারে শুধু দাম নয়, আরো অনেকভাবে ভোক্তাদের প্রতারিত করা হয়। ভোক্তাদের সেসব অভিযোগের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণেরও উদ্যোগ নিতে হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/cxqo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন