অন্তর্জালে মুক্তি পেয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রথম সিরিজ ‘ব্যাডস অব বলিউড’, যা নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল।
গত বৃহস্পতিবার নেটফ্লিক্সে মুক্তির পর নানা কারণেই সিরিজটি এখন তুমুল আলোচনায়। ৭ পর্বের এই সিরিজে বলিউডের সব ব্যয়বহুল তারকাকে একসঙ্গে দেখা গেছে। তবে সব কিছু ছাপিয়ে ব্যাপক আলোচনা চলছে সিরিজটিতে রাঘব জুয়েল আর ইমরান হাশমির একটি দৃশ্য নিয়ে।
মজার সেই দৃশ্যটি ইতিমধ্যে সোশ্যালে ভাইরাল, একইসঙ্গে করছেন নানা ধরনের মন্তব্যও।
এ ছাড়া দৃশ্যটির শেষে ইমরানকে জড়িয়ে ধরে রাঘবের সংলাপ—‘আগেও বলেছি, এখনো বলছি, মরতে মরতেও বলে যাব…সারা বলিউড এক দিকে, আর ইমরান হাশমি এক দিকে।’
গৌরি খানের প্রযোজনায় ‘ব্যাডস অব বলিউড’ সিরিজটিতে বলিউডকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। এই সিরিজে একে একে হাজির হয়েছেন ববি দেওল, লক্ষ্য লালওয়ানি, সাহের বাম্বা, মোনা সিং ও রাঘব জুয়াল। আর চমক হিসেবে বিভিন্ন সময়ে হাজির হয়েছেন শাহরুখ খান, আমির খান, সালমান খান, এস এস রাজামৌলি, করণ জোহর, ইমরান হাশমি, রণবীর কাপুর, রণবীর সিং প্রমুখরা।