English

24 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
- Advertisement -

নিখোঁজ ভাইয়ের জন্য বলিউড অভিনেত্রীর আবেগঘন পোস্ট

- Advertisements -

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি তার ভাই মেজর (অব.) বিক্রান্ত কুমার জেটলির জন্য একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। জানা গেছে, ২০২৪ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আটক রয়েছেন বিক্রান্ত।

ভাইয়ের সামরিক পোশাক পরা একটি ছবি শেয়ার করে সেলিনা লিখেছেন, ‘#mybrotherandme’ আমার ডাম্পি, আমি আশা করি তুমি ভালো আছো। আমি আশা করি তুমি জানো, আমি তোমার পাশে পাথরের মতো দাঁড়িয়ে আছি। তুমি জানো, আমি তোমার জন্য কাঁদা ছাড়া এক রাতও ঘুমাইনি। তুমি জানো, তোমার জন্য আমি সবকিছু ছেড়ে দিতে পারি। কেউ কখনও আমাদের মাঝে আসতে পারবে না। আমি জানি, আমি তোমার জন্য কোনো প্রচেষ্টা বাদ দেইনি। আশা করি, ঈশ্বর এবার আমাদের প্রতি দয়া করবেন, আমার ভাই- তোমার অপেক্ষায় আছি।

আদালতের নির্দেশ 

সেলিনার এই পোস্টটি এমন এক সময় এসেছে, যখন দিল্লি হাই কোর্ট সম্প্রতি কেন্দ্রীয় সরকারকে চার সপ্তাহের মধ্যে তার ভাই মেজর (অব.) বিক্রান্ত কুমার জেটলির বিষয়ে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে।

অভিনেত্রী সেলিনা জেটলি তার ভাইয়ের আইনি ও চিকিৎসা সহায়তার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন। আদালত এ বিষয়ে একজন অফিসার নিয়োগেরও নির্দেশ দিয়েছে, যাতে আটক বিক্রান্ত জেটলির অবস্থান ও মামলার অগ্রগতি সম্পর্কে পরিবার জানতে পারে।

এক বছর ধরে খোঁজ

এর আগে সেলিনা একটি বিস্তারিত পোস্টে ভাইয়ের সংকটের বিষয়টি তুলে ধরে লিখেছিলেন, এক বছর ধরে তোমার জন্য উত্তর খুঁজেছি। এখন আমি আমার সম্মানিত সরকারের প্রতি প্রার্থনা জানাই, তারা যেন তোমার জন্য লড়ে, তোমাকে নিরাপদে ফিরিয়ে আনে। আমার সরকার—যার প্রতি আমার অগাধ বিশ্বাস—হলো ভারতের সরকার। আমি জানি, তারা অবশ্যই এই চতুর্থ প্রজন্মের সেনা কর্মকর্তা, যুদ্ধবীরদের সন্তান, নাতি ও প্রপৌত্রকে রক্ষা করবে; যিনি তার পুরো যৌবন আমাদের দেশের সেবায় উৎসর্গ করেছেন। তিনি সেনাবাহিনীর প্রধানের গ্যালান্ট্রি প্রশংসাপত্রপ্রাপ্ত।

মামলার পরবর্তী শুনানি

বিষয়টি আগামী ৪ ডিসেম্বর আবার শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। সেলিনা জেটলির পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী রাঘব কাক্কার ও মাধব আগরওয়াল।

সেলিনার দাবি, তার ভাইকে আবুধাবি থেকে অপহরণ করে আটক রাখা হয়েছে এবং গত ১৪ মাস ধরে তিনি যথাযথ আইনি ও চিকিৎসা সহায়তা পাচ্ছেন না।

আইনজীবীর বক্তব্য

আইনজীবী রাঘব কাক্কার সংবাদ সংস্থা এএনআইকে জানান, একজন নোডাল অফিসার নিয়োগ দেওয়া হয়েছে যাতে সেলিনা ও তার ভাইয়ের মধ্যে যোগাযোগ স্থাপন করা যায়, তাকে কার্যকর আইনি সহায়তা দেওয়া যায় এবং মামলার অগ্রগতি সম্পর্কে পরিবারকে অবহিত রাখা হয়। এসব পদক্ষেপ তার মুক্তি নিশ্চিত করতে সহায়ক হবে। এটি ভারত ও ইউএই’র সম্পর্ক আরও দৃঢ় করবে।

তিনি আরও বলেন, মেজর বিক্রান্ত কুমার জেটলির আটক সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনো আমাদের কাছে স্পষ্ট নয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dbps
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন