English

31 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
- Advertisement -

জিল্লুর রহমান মহিলা কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

- Advertisements -
Advertisements
Advertisements

ভৈরবের সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজে ২০২০-‘২১ শিক্ষাবর্ষের সম্মান ১ম বর্ষের ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ব্যাপক আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
নয়টি বিভাগে আলাদা আলাদা ভাবে দিনব্যাপী অনুষ্ঠানে স্ব স্ব বিভাগের বিভাগীয় প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ অলিউর রহমান।
অধ্যক্ষ৷ প্রফেসর মোঃ জাকির হোসেন তার বক্তব্যে বলেন, করোনা অতিমারীর কারণে দেরিতে হলেও সুস্থভাবে ক্লাসে ফিরতে পারার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।
পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগপযোগী নেতৃত্ব ও সঠিক সিদ্ধান্তের ফলেই বাংলাদেশ ঘনবসতিপূর্ণ হওয়া সত্ত্বেও এ অতিমারী থেকে আমরা সহজেই উত্তীর্ণ হতে পেরেছি। এজন্য তিনি প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরো বলেন, একাডেমিক শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জন নয়, এ শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। তবেই দেশ ও জাতির উন্নয়ন ঘটবে।
আলোচনা শেষে বিভিন্ন বিভাগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন