মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক নারী।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ওমানের সালালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুন্দরপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত আলী।
দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমান প্রবাসী মো. শফিউর আলমের স্ত্রী বিলকিস বেগম, তার একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান সবুজ ও মেয়ের জামাই মুহাম্মদ দিদার।
নিহতদের পারিবার সূত্রে জানা যায়, নিহত সাকিব ও তার ভগ্নিপতি মুহাম্মদ দিদার স্বপরিবারে ওমানের রাজধানী মাসকাট থেকে সালালা শহরে মাজার জেয়ারতে গিয়েছিলেন। আসার পথে দ্রুতগতির গাড়িটির সঙ্গে উটের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দিদার ও সাকিব নিহত হন এবং হাসপাতালে নেয়ার পথে বিলকিস বেগমের মৃত্যু হয়।
ওমান প্রবাসী সংবাদকর্মী ও ব্যবসায়ী মীর মাহফুজ আনম জানান, নিহত সাকিবুল হাসান সবুজ তিনদিন আগে তার মা, স্ত্রী, সন্তান ও বোন-দুলাভাইকে নিয়ে মাসকাট থেকে সালালাহ ভ্রমণে গিয়েছিলেন। আনন্দ ভ্রমণ শেষে ফেরার পথে হঠাৎ করেই তাদের চলন্ত গাড়ির সামনে যমদূতের মতো এসে পড়ে একটি উট। চালক নিয়ন্ত্রণ হারানোর আগেই গাড়িটি উটের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে সড়ক থেকে দূরে ছিটকে পড়ে। মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি।
