English

34.4 C
Dhaka
বুধবার, জুলাই ২৩, ২০২৫
- Advertisement -

যেভাবে ৬১০ কোটি ডলার তহবিল সংগ্রহ করল তুরস্কের টিভি চ্যানেলগুলো

- Advertisements -

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে একদিনে ৬১০ কোটি ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে তুরস্কের টিভি চ্যানেলগুলো। এজন্য ৮টি চ্যানেল মিলে একটি লাইভ প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে ২১৩টি চ্যানেল সম্প্রচার করে।

টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, এদিন লাইভে ৬১০ কোটি ডলারের বেশি অনুদান সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৬০ কোটি ডলার অনুদান দিয়েছে তুরস্কের সেন্ট্রাল ব্যাংক। অনুষ্ঠান চলাকালে ৯০ লাখ মেসেজ পাঠানো হয়েছে।

খবরে বলা হয়েছে, ‘টার্কি ব্যান্ডস টুগেদার’ শীর্ষক সরাসরি প্রচারিত প্রোগ্রামে যুক্ত হয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, আমি আশা করি, এর মাধ্যমে নজিরবিহীন পরিমাণ অনুদান সংগ্রহ করা যাবে। এই অনুষ্ঠানের মাধ্যমে উত্তোলিত অর্থ পুরোটাই বেঁচে যাওয়াদের কল্যাণে ব্যয় করা হবে বলেও জানান তিনি।

তুর্কি নেতা আরও বলেন, আজারবাইজান ও তার্কিশ রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাসেও একই ধরনের ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ds63
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন