English

23 C
Dhaka
শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬
- Advertisement -

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত স্বেচ্ছাসেবক নেতার মুত্যু

- Advertisements -

নারায়নগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আজাহারউদ্দিন (৪৭) নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতার মুত্যু হয়েছে। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টায় উপজেলার কাঞ্চন পৌরসভার নরাবোর টেক এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত আজাহারউদ্দিন কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানান, শনিবার দলীয় কর্মসূচিকে ঘিরে শুক্রবার রাতে কাঞ্চন পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলােচনায় বসেন। এ সময় তালিকায় নাম আগে পরে দেয়াকে কেন্দ্র করে ৯ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিবের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে রাজিবের সহযোগী হাসানসহ কয়েকজন উত্তেজিত হয়ে তাকে মারধর করেন। মার খেয়ে এক পর্যায়ে আজহারউদ্দিন মাটিতে লুটিয়ে পড়লে লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানে তার মুত্যু হয়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের প্রাথমিক সুরতাল শেষ করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dtiz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন