English

21 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
- Advertisement -

মওলানা ভাসানী মজলুম-নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন: দুদু

- Advertisements -

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মওলানা ভাসানীকে অনুসরণ করা মানেই জিয়াউর রহমানকে অনুসরণ করা। জিয়াকে অনুসরণ করা মানে বেগম জিয়া-তারেক রহমানকে অনুসরণ করা। মওলানা ভাসানী মজলুম-নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন।

সোমবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, জিয়াউর রহমান তাকে অনুসরণ করেই বিএনপিকে জনপ্রিয় করেছেন। ধানের শীষকে মানুষের হৃদয়ের প্রতীক হিসেবে পরিচিত করেছেন।

তিনি বলেন, আমরা নির্বাচনের আহ্বান জানালে কেউ কেউ বলে, শুধু একটি দলকে ক্ষমতায় যাওয়ার জন্য নাকি গণ-অভ্যুত্থান হয়নি। এটি পাগলের প্রলাপ। ১৬, ১৭ ও ১৮ বছর ধরে এই দেশে তারেক রহমান বিএনপিকে সংগঠিত করেছে। রাজপথে আন্দোলনে করেছে, একটি ভালো নির্বাচনের জন্য। জনসমর্থিত একটি সরকার প্রতিষ্ঠার জন্য।

এই বিএনপি নেতা বলেন, আজকের দিনটা খুনি, গণহত্যাকারী ও লুটপাটকারীর মামলার রায়ের দিন। বাংলাদেশ এত স্বাভাবিক আজকের মতো আমি অনেক দিন দেখিনি। বিচ্ছিন্ন ঘটনা যদি কোনো জায়গায় ঘটে থাকে, কিন্তু ঢাকা থেকে টাঙ্গাইলে আমরা প্রত্যক্ষ করিনি। টাঙ্গাইলে এসে সভা করেছি, পুষ্পার্ঘ্য দিয়েছি… কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। এতে প্রমাণ হয়, বাংলাদেশের মানুষ স্বৈরতন্ত্রের বিপক্ষে, গণতন্ত্রের স্বপক্ষে, স্বাধীনতার স্বপক্ষে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, সদস্য মাইনুল হক ও রবিউল আওয়াল লাভলু প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dwjd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন