নাসিম রুমি: এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নায়িকার বড় চাচা কবির হোসেন বুধবার (১৯ নভেম্বর) সকালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বাদ আসর খুলনার শিববাড়ি জমিদার বাড়ি মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পপি নিজেই।
চাচার মৃত্যুর সংবাদ জানিয়ে পপি বলেন, “আমার চাচার জন্য সবাই দোয়া করবেন। তবে বলতে চাই, তার কাছে আমি একটি জমি কিনেছিলাম। কিন্তু তার স্ত্রী ও মেয়ের জামাইয়ের কারণে এখনো সেই জমি ভোগ করতে পারছি না। বিভিন্নভাবে তারা আমাকে হেনস্তা করছেন। জমির বিষয়েই আমি খুলনা যাচ্ছি।”
দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধে জড়িয়ে আছেন পপি। এ নিয়ে একাধিকবার সংবাদমাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।
কিছুদিন আগেই ওমরাহ হজ পালন করে দেশে ফিরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তিনি বলেন ভালো গল্প পেলে পুনরায় চলচ্চিত্রে ফিরে আসবেন।
