English

29.9 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
- Advertisement -

বেআইনি কাজের অভিযোগ আল্লু অর্জুনের বিরুদ্ধে!

- Advertisements -

নাসিম রুমি: দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন আবারও আইনি জটিলতায় জড়িয়েছেন। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে হায়দরাবাদের জুবিলি হিলসে অবস্থিত তার পারিবারিক বহুতলটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। এই অভিযোগে তাকে নোটিশ পাঠিয়েছে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন (জিএইচএমসি)।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুবিলি হিলসে অবস্থিত ‘আল্লু বিজনেস পার্ক’ নামে এই বহুতলেই সপরিবারে থাকেন অভিনেতা। জিএইচএমসি-এর দাবি, বহুতলটি অনুমোদিত নকশার বাইরে গিয়ে নির্মাণ করা হয়েছে। পরিদর্শনের পর এই বহুতলকে বেআইনি আখ্যা দিয়ে আল্লু এবং তার পরিবারকে একটি ‘শো-কজ’ নোটিশ পাঠানো হয়েছে।

জিএইচএমসি জানিয়েছে, ১১০৩৪ বর্গফুটের জমিতে পাঁচতলা (গ্রাউন্ড ফ্লোরসহ চারটি ফ্লোর) ভবন নির্মাণের অনুমতি ছিল। তবে পরিদর্শনে দেখা যায়, বহুতলটি অনুমোদিত সীমার বাইরে চলে গেছে এবং একেবারে উপরের তলায় আরেকটি অতিরিক্ত তলা নির্মাণ করা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি।

জিএইচএমসি এই বেআইনি নির্মাণের কারণ দর্শানোর জন্য আল্লু অর্জুনকে নির্দেশ দিয়েছে। যদি তিনি সন্তোষজনক উত্তর দিতে না পারেন তবে বহুতলের বর্ধিত অংশ ভেঙে ফেলা হবে বলে সতর্ক করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dyr7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন