English

33.4 C
Dhaka
সোমবার, জুলাই ২১, ২০২৫
- Advertisement -

‘সাইয়ারা’ দেখতে গিয়ে সিনেমা হলে লাইভ কনসার্ট ভক্তদের!

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের মোহিত সুরির পরিচালনায় সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘সাইয়ারা’-কে ঘিরে দর্শকদের উন্মাদনা রীতিমতো চমকে দেওয়ার মতো। গত ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটির মুখ্য চরিত্রে রয়েছেন আহান পান্ডে এবং অনীত পাড্ডা। কোনো বড় তারকা ছাড়াই প্রথম দিনেই ২০ কোটি রুপির ব্যবসা করেছে ছবিটি। এটাই বলে দেয়, দর্শকদের কতটা ভালোবাসা পাচ্ছে এই সিনেমা।

শুধু বক্স অফিস নয়, হলের ভেতরেও দর্শকদের আবেগ ছুঁয়ে যাচ্ছে ‘সাইয়ারা’। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সিনেমা হলে দর্শকরা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে একেবারে কনসার্টের আমেজ তৈরি করেছেন। পর্দায় আহান পান্ডেকে দেখেই উল্লাসে ফেটে পড়ছেন অনেকে; চিৎকার, শিস, করতালিতে মুখর হয়ে উঠেছে প্রেক্ষাগৃহ।

অনেকে আবার বলছেন, ছবির আবেগময় এক প্রেম কাহিনি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে চোখে জল ধরে রাখা দায়। এক নেটিজেন লিখেছেন, ‘যখন ছবির সেই গানটা বাজতে শুরু করে, গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি তো কেঁদেই ফেললাম। এ ধরনের প্রতিক্রিয়া তখনই হয়, যখন কোনো কনটেন্ট প্রত্যাশার চেয়েও ভালো হয়।’ আরেকজন লিখেছেন, ‘বিশ্বাসই হচ্ছে না, ‘সাইয়ারা’র মতো ছবির জন্য মানুষ এতটা পাগল হয়ে যেতে পারে!’

প্রসঙ্গত, পরিচালক মোহিত সুরির এই ছবিতে থাকা আহান পান্ডে অভিনেত্রী অনন্যা পান্ডের ভাই। প্রথমবারের মতোই বড় পর্দায় যাত্রা। তার বিপরীতে অভিনয় করছেন নবাগত অভিনেত্রী অনীত পাড্ডা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/e2ka
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন