English

31.4 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

জীবনে বড় বড় সুযোগ ছেড়ে দিয়েছি: তামান্না

- Advertisements -

শহীদুল ইসলাম খোকনের ‘ভণ্ড’ সিনেমায় অভিনয় করে রাতারাতি আলোচনায় চলে আসেন চিত্রনায়িকা তামান্না। তামান্না মিডিয়ায় আসেন মডেলিংয়ের মাধ্যমে। আফজাল হোসেন নির্মিত স্টারশিপ বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন তিনি। তামান্না বর্তমানে প্রবাসী।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে এই অভিননেত্রী জানালেন জীবনে অনেক বড় বড় সুযোগ তিনি ছেড়ে দিয়েছেন। কী ধরনের সুযোগ, সেসব বলেননি তিনি।

তামান্না বলেন, ‘জীবনে লাভের চেয়ে ক্ষতি বেশি। তার পরও আফসোস নেই।অনেক বড় বড় সুযোগ ছেড়ে দিয়েছি। অনেক কিছুই হতে পারতাম। কিন্তু সততা, সম্মান ও সংসারকে গুরুত্ব দিয়েছি।’

মায়ের কথা না শুনে যে ভুল করেছেন সে কথাও জানালেন।

বললেন, ‘আম্মার কথা না শুনে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছি। তার পরও আম্মা কখনো ছেড়ে যায়নি। অনেক সংগ্রাম করে যাচ্ছি, তার পরও হতাশা নেই। আম্মার দোয়া আছে অনুভব করি সব সময়। আল্লাহর ওপর ভরসা ও বিশ্বাস রেখে এগিয়ে যাচ্ছি।

তামান্না অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘পাগল তোর জন্য রে’ ২০১৩ সালে মুক্তি পায়। চলচ্চিত্রটিতে তিনি রিয়াজের সঙ্গে অভিনয় করেন। তামান্না বর্তমানে সুইডেনে বাস করছেন। ২০২১ সালের ২৬ নভেম্বর সেখানে বসবাস করা গুজরাটি ব্যবসায়ী মোহাম্মদ দাইয়াকে বিয়ে করেছেন তিনি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/e632
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন