English

18.8 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
- Advertisement -

হোয়াইট হাউস থেকে ট্রাম্পের নাতনির পোশাক ব্র্যান্ড উদ্বোধন

- Advertisements -

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাতনি নিজের নামে একটি পোশাক ব্র্যান্ড চালু করেছেন। ব্র্যান্ডের প্রচারণামূলক ছবি তোলা হয়েছে হোয়াইট হাউসে, যেখানে ১৩০ ডলারের এক একটি সোয়েটশার্ট পরে তাকে দেখা গেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শুক্রবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ছিলেন ডোনাল্ড জুনিয়রের মেয়ে কাই।

তখন ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘এটাই কাই,’ এবং পরিচয় করিয়ে দেন তার ১৮ বছর বয়সি নাতনিকে, যিনি গত বছর রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে সংক্ষিপ্ত বক্তব্যও দিয়েছিলেন।

এরপর দাদু-নাতনি দু’জন একসঙ্গে হেলিকপ্টারে করে নিউইয়র্কে রাইডার কাপ গলফ প্রতিযোগিতায় যোগ দিতে রওনা দেন। দুজনেই গলফ খেলার প্রতি আগ্রহী।

ট্রাম্পের নাতনিদের মধ্যে সবচেয়ে বড় কাই আগামী বছর মায়ামি বিশ্ববিদ্যালয়ের গলফ দলে যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে নিজের ব্র্যান্ডের উদ্বোধন ঘোষণা করেন।

ব্র্যান্ডের ওয়েবসাইটে ১৩০ ডলার মূল্যের সাধারণ ক্রুনেক সোয়েটশার্ট বিক্রি হচ্ছে। পোশাকে বুকে তার নামের আদ্যক্ষর এবং হাতার কাছে তার স্বাক্ষর ছাপা রয়েছে। ওয়েবসাইটে হোয়াইট হাউস প্রাঙ্গণে তোলা তার বেশ কিছু প্রচারণামূলক ছবিও প্রকাশ করা হয়েছে।

কাইয়ের বাবা-মায়ের বিচ্ছেদ হয়েছে। মার্কিন গণমাধ্যমের খবরে জানা গেছে, তার মা বর্তমানে গলফ কিংবদন্তি টাইগার উডসের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টদের তুলনায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ পরিবারের ব্র্যান্ড প্রচারে বরাবরই সক্রিয়। রিয়েল এস্টেট থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সি পর্যন্ত নানা খাতে আর্থিক স্বার্থে পদ ব্যবহার করার অভিযোগ নিয়মিত উঠছে তার বিরুদ্ধে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/e8e0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন