English

29.3 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

স্বামীকে আটকে রেখে তার সামনে স্ত্রীকে গণধর্ষণ

- Advertisements -

কুষ্টিয়ার ভেড়ামারায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গূহবধূ। স্বামীর সামনে চারজন মিলে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ।

শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গণধর্ষণের শিকার ওই গৃহবধূ একটি হোটেলে কাজ করতেন। কয়েকদিন আগে তাকে কাজ থেকে বাদ দেয় হোটেল মালিক। পাওনা টাকা আনতে স্বামীকে নিয়ে ভ্যানযোগে ওই হোটেলে যাচ্ছিলেন ভুক্তভোগী। রাত সাড়ে ১০টার দিকে মসলেমপুর এলাকায় পৌঁছালে তাদের ভ্যানের গতিরোধ করে কয়েক যুবক

এ সময় স্বামী-স্ত্রীকে টেনেহিঁচড়ে একটি লিচু বাগানে নিয়ে যায় তারা। সেখানে স্বামীকে আটকে রেখে একে একে চারজন তার স্ত্রীকে ধর্ষণ করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় স্বামী-স্ত্রী সরাসরি ভেড়ামারা থানায় চলে আসেন।

থানার ওসি আব্দুর রব তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পরপর অভিযান চালিয়ে ৫ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩ জনের সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। বর্তমানে স্বামী-স্ত্রী পুলিশ হেফাজতে রয়েছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষা করানো হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/e8z3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন