English

31 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
- Advertisement -

দেশে মাথাপিছু আয় বেড়ে ২৮২৪ ডলার: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

- Advertisements -

চলতি ২০২১-২২ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। আয় বেড়ে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার হয়েছে। টাকার হিসাবে দুই লাখ ৪১ হাজার ৪৭০ টাকা হয়েছে।

Advertisements

গত বছরে এটি ছিল দুই হাজার ৫৯১ মার্কিন ডলার। একই সময়ে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ, যা গত বছর ছিল ছয় দশমিক ৯৪ শতাংশ।

মঙ্গলবার একনেক বৈঠক শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘মাথাপিছু আয় বেড়ে দুই হাজার ৮২৪ মার্কিন ডলার যৌক্তিক। আমাদের হিসাবে মাথাপিছু আয় ঠিক আছে। আয় বৃদ্ধিতে এবার ঈদে হাট-বাজারে বেশি বেচাকেনা হয়েছে। গ্রামেও প্রত্যেকের হাতে মোবাইল, কেউ খালি পায়ে নেই। মানুষের প্রকৃত আয় বেড়েছে। গত অর্থবছরে ছিল দুই হাজার ৫৯১ ডলার, সেটাও ঠিক ছিল।’

Advertisements

তিনি বলেন, চলতি (২০২১-২২) অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ। গত অর্থবছরে (২০২০-২১) যা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

জিডিপির মোট আকার ৪৬৫ বিলিয়ন মার্কিন ডলার বলেও জানান এম এ মান্নান।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন