English

28 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫
- Advertisement -

বডি শেমিংয়ের শিকার অভিনেত্রী ঐন্দ্রিলা

- Advertisements -
ওজন বাড়ানো বা কমানো, শরীরে সামান্য পরিবর্তন আনলেই যেন ট্রোলের মুখে পড়তে হয় তারকাদের। ‘মোটা হওয়া’ নিয়ে যেমন কটাক্ষ চলে, তেমনি চলে ওজন কমানো হলেও। এবার বডি শেমিংয়ের শিকার হলেন টালিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। নতুন বছরে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেত্রী।
আর সেই ছবিতেই কটাক্ষের শিকার হলেন ঐন্দ্রিলা।
বেগুনি রঙের নাইটস্যুট পরা ছবিতে নিন্দুকেরা নানা ধরনের কমেন্ট করছেন। একজন লিখলেন, ‘ইসসস, এটা কে! কী বাজে লাগছে। না বলে থাকতে পারলাম না।

’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘অসুস্থ রোগী লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘এর আগেই তোমাকে খুব মিষ্টি দেখতে লাগত। যত রোগা হচ্ছে মুখটা বাজে হয়ে যাচ্ছে।’

তবে এসব ট্রোলকে কোনো দিনই সেভাবে পাত্তা দেন না বলে জানান তিনি।

এ নিয়ে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঐন্দ্রিলা বলেন, ‘আমায় কেমন দেখতে লাগবে সেটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তার জন্য আমি লোকের কথায় কেনই বা কান দেব। আর আমি সোশ্যাল মিডিয়ার এত মন্তব্যও পড়িও না। বেশি গুরুত্ব দিলেই সমস্যা।’

ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও দুটি সিনেমায় অভিনয় করে ফেলেছেন ঐন্দ্রিলা।

‘ম্যাজিক’, ‘লাভ ম্যারেজ’ সিনেমায় দেখা গেছে অভিনেত্রীকে। অঙ্কুশের আগামী ছবি ‘মির্জা’র নায়িকাও হবেন ঐন্দ্রিলা। অ্যাকশন ঘরানার এই সিনেমার প্রযোজক অঙ্কুশই। পরিচালনা সুমিত সাহিলের।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/egup
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন