English

28 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
- Advertisement -

ভ্রমণে গিয়ে এড়িয়ে চলুন এই ভুলগুলি

- Advertisements -

একঘেয়ে জীবন থেকে দূরে সরে একটু রিফ্রেশ হওয়ার জন্য অনেকেই মাঝেমধ্যে ছুটি নিয়ে ভ্রমণে বের হন। কাছাকাছি বা খানিকটা দূরের গন্তব্যে কিছু দিন কাটানো শরীর-মনের ক্লান্তি দূর করে আনন্দ এনে দেয়। তবে ভ্রমণের সুখস্মৃতিগুলো মুহূর্তেই বিষাদে বদলে যেতে পারে, যদি কিছু ভুল করা হয়।

বিশেষজ্ঞদের মতে, ঘুরতে গিয়ে কিছু বিষয় মানা খুবই জরুরি, নাহলে সফরটি মিশে যেতে পারে হতাশায়।

চলুন জেনে নেওয়া যাক এমন কিছু ভুল, যা করলে সফর হবে কষ্টকর-

১. না খেয়ে থাকা
ঘুমন্ত কিংবা খিদে-তৃষ্ণা উপেক্ষা করা ঠিক নয়। ঘুরতে গিয়ে নিয়মমতো খাওয়া গুরুত্বপূর্ণ, কারণ খাবার না খেলে শরীর দুর্বল হয়ে পড়ে, আর এর প্রভাব পড়ে মনের ওপরও। তাই, ঘোরাঘুরির মাঝে সময়মতো পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে।

২. পেশাগত চিন্তা মাথায় রাখা:
বিরতির সময় অফিস কিংবা কাজের কথা ভাবা মানসিক চাপ বাড়াতে পারে। ভ্রমণকালে কাজের চিন্তা ভুলে পুরোপুরি অবসর নেওয়াই ভালো। এতে মন শান্ত থাকবে এবং ভ্রমণ উপভোগ করা সহজ হবে।

৩. বাকিদের সঙ্গে সুষ্ঠু সমন্বয় না করা:
বেশিরভাগ সময় গ্রুপ ভ্রমণ হয়। এমন সময় শুধু নিজের কথা ভাবলে সমস্যা হয়। হোটেল বুকিং, যাতায়াত, খাবার সব কিছু মিলিয়ে সিদ্ধান্ত নিতে হবে সবাই মিলে। হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, যাতে পরে ঝামেলা না হয়।

বিশ্রামের জন্য ঘুরতে যাওয়া আনন্দের হলেও, এসব ভুল এড়িয়ে চললে সফর হবে আরও সুমধুর ও স্মরণীয়। সুতরাং পরিকল্পনা করে, সতর্ক থেকে ভ্রমণ করুন এবং নিজের সাথে সবারও ভালো খেয়াল রাখুন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/egwo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন