English

27.7 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫
- Advertisement -

চেষ্টা করো ভালো মানুষ হতে: চঞ্চল চৌধুরী

- Advertisements -

নাসিম রুমি: ছোট পর্দা থেকে শুরু করে চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ।

পাশাপাশি সেরা অভিনেতা বিভাগে একটি মেরিল-প্রথম আলো ও দুটি সমালোচক পুরস্কার লাভ করেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন। গতকাল ছিলে একমাএ ছেলের জন্মদিন। এবার ছেলের জন্মদিনে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন যে, ‘চেষ্টা করো ভালো মানুষ হতে।’

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবু। শৈশব রোদ্দুর শুদ্ধ, তোমাকে বুকে পিঠে,দ আদরে সোহাগে আগলে রাখা ১৬ টা বছর। এটাই বাবা মা হিসেবে আমাদের সবচেয়ে বড় সুখ।’

তার কথায়, ‘এরপর ১৭,১৮,১৯,২০ এখন আর এগুলো শুধু মাত্র সংখ‍্যা নয় দ্বায়িত্ব আর নিজেকে গড়ে তোলার সিঁড়ি। যতটা সম্ভব উপরে উঠে যেও, কখনো নীচে নেমো না।’

চেষ্টা করো ভালো মানুষ হতে উল্লেখ করে আরও লিখেছেন, ‘দুনিয়া জুড়ে দিন দিন মানবিক মানুষের সংখ‍্যা কমছে। চেষ্টা করো ভালো মানুষ হতে, অনেক অনেক আদর বাবু।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/enpa
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন