English

26.3 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

অস্কারে বিজ্ঞান‑প্রযুক্তি পুরস্কারের আবেদন শুরু

- Advertisements -

চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কারের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। অস্কার প্রদানকারী সংস্থা মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস একাডেমি নতুন করে আবেদন আহ্বান করেছে। আবেদনের শেষ সময় ২৪ জুলাই সন্ধ্যা ৫টা পর্যন্ত।

এই পুরস্কার প্রদান করা হয় এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যাদের উদ্ভাবন, আবিষ্কার বা প্রযুক্তি চলচ্চিত্র নির্মাণে যুগান্তকারী ভূমিকা রেখেছে। আবেদনের জন্য যে বিষয়গুলো গ্রহণযোগ্য তার মধ্যে রয়েছে যন্ত্রপাতি, পদ্ধতি, সূত্র, আবিষ্কার ও নতুন উদ্ভাবন।

আগামী আগস্টে একাডেমির পক্ষ থেকে ঘোষণা করা হবে, চলতি বছর কোন কোন প্রযুক্তি বিষয়ে মূল্যায়ন বা তদন্ত করা হবে। এরপর নির্ধারিত ক্ষেত্রগুলোতে যারা নতুন কিছু উদ্ভাবন করেছেন তারা বাড়তি তথ্য ও উপস্থাপনা জমা দেওয়ার সুযোগ পাবেন।

প্রযুক্তিগত প্রতিটি বিভাগের ওপর বিস্তারিত যাচাই-বাছাই শেষে বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার নির্বাহী কমিটি একাডেমির বোর্ড অব গভর্নরসের কাছে চূড়ান্ত পুরস্কারের জন্য সুপারিশ পাঠাবে। সেই তালিকার ভিত্তিতে বোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অভিজ্ঞ প্রকৌশলী, বিজ্ঞানী ও চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে গঠিত হবে নির্বাহী কমিটি।

পুরস্কার বিষয়ে বিস্তারিত নিয়মাবলি ও আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া একাডেমির ওয়েবসাইটে পাওয়া যাবে।

২০২৬ সালের বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3nb9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন