English

25.7 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

কাজের পরিবেশ নষ্টের অভিযোগ অমিতাভের বিরুদ্ধে!

- Advertisements -

নাসিম রুমি: কিংবদন্তী বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বিরুদ্ধে কাজের পরিবেশ ও পদ্ধতি নষ্ট করার অভিযোগ উঠেছে। সম্প্রতি নিজের ব্যক্তিগত ব্লগে এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন বিগ বি নিজেই। কিন্তু ঠিক কী এমন করেছেন তিনি, যার জন্য এমন গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে?

ঘটনার সূত্রপাত হয় অমিতাভ বচ্চনের একটি ভ্লগ থেকে, যেখানে তিনি মাত্র দুই ঘণ্টার মধ্যে পাঁচটি বিজ্ঞাপনী চিত্রের শুটিং শেষ করার কথা জানান। অমিতাভ লেখেন, ‘মাত্র দুই ঘণ্টার মধ্যে পাঁচটি বিজ্ঞাপনী চিত্র ও দুটি ফটোশুটের কাজ শেষ করেছি। সবকটিই বিজ্ঞাপনের জন্য, কিন্তু তবুও সহজ বিষয় নয়।’ এই বিষয়টি নিয়েই নাকি তার সহকর্মী ও পরিচালকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

অমিতাভের ভাষ্যমতে, তার কলাকুশলী ও পরিচালক বন্ধুরা তাকে বলেছেন যে তিনি নাকি কাজের পদ্ধতি নষ্ট করছেন। তাদের যুক্তি, ‘এতগুলো দিনের কাজ যদি আপনি অর্ধেক দিনেই শেষ করে ফেলেন, তাহলে ক্লায়েন্টের তরফ থেকে আরও বেশি করে ছবি তৈরি করার নির্দেশ আসবে। এইভাবে কাজ করলে সকলের জন্য খারাপ দৃষ্টান্ত তৈরি হবে।’

তবে বিগ বির বক্তব্য, তিনি এভাবেই কাজ করতে ভালোবাসেন। কলাকুশলী ও প্রযোজকদের সুবিধার কথা মাথায় রেখেই তিনি দ্রুত কাজ শেষ করতে পছন্দ করেন বলেও জানান। তিনি মনে করেন, দ্রুত কাজ শেষ করলে সকলের সময় বাঁচে এবং প্রোডাকশনের খরচও কমে।

উল্লেখ্য, অমিতাভ বচ্চনের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি হলো ‘কল্কি এডি ২৮৯৮’। এই ছবিতে বিগ বি-কে বেশ কিছু লড়াইয়ের দৃশ্যেও দেখা গেছে এবং তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xmz2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন