English

26.3 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

কেন আলিয়ার কাছ থেকে করণকে চুরি করতে চান ওয়ামিকা

- Advertisements -

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের যাত্রা শুরু হয়েছিল ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর একের পর এক সিনেমা করে পরিচিতি পেয়েছেন তিনি। ‘হাইওয়ে’, ‘রাজি’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র মতো সিনেমায় নজরকাড়া অভিনয় দিয়ে মাত্র কয়েক বছরেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এ অভিনেত্রী। তবে এ উত্থানের পেছনে নেপথ্যে বড় অবদান রয়েছে পরিচালক করণ জোহরের। এ নিয়ে রয়েছে বড় বিতর্ক বলিপাড়ায়।

এ আলোচনা নতুন নয়; এর আগেও ঐশ্বরিয়া রাই থেকে সোনাক্ষী সিনহা—বহু বলিউড তারকা প্রকাশ্যে স্বীকার করেছেন— আলিয়ার ক্যারিয়ারে বড় অবদান রয়েছে করণ জোহরের। এবার একই প্রসঙ্গে ব্যতিক্রমী মন্তব্য করলেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ওয়ামিকা বলেন, আমার যদি আলিয়ার কাছ থেকে কিছু চুরি করতে হয়, তবে আমি করণ জোহরকে চুরি করব। তিনি বলেন, তার মতো একজন সমর্থক জীবনে থাকাটা ভীষণ জরুরি, যিনি সব সময় পাশে থাকবেন। করণ জোহর আলিয়ার জীবনে সে রকমই একজন মানুষ বলেও জানান এ অভিনেত্রী।

শুধু করণ জোহরই নন; ওয়ামিকা আরও বলেন, তিনি অনন্যা পান্ডের ত্বক, কৃতি শ্যাননের উচ্চতা, কীর্তি সুরেশের নম্রতা, বরুণ ধাওয়ানের এনার্জি এবং শাহরুখ খানের স্টারডামও চুরি করতে চান। যদিও সবটাই নিছক মজার ছলেই বলেছেন অভিনেত্রী।

ওয়ামিকার এই বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। কেউ কেউ ঐশ্বরিয়া রাইয়ের পুরোনো মন্তব্য মনে করিয়ে দিয়েছেন। আবার অনেকে ওয়ামিকাকে সাহসী বলেও প্রশংসা করেছেন। তবে কেউ কেউ মনে করছেন, আলিয়া এ মন্তব্য একেবারে সহজভাবে নেবেন না। যদিও আলিয়ার সমর্থকরাও এ কথা শুনে চুপ থাকেননি। তারা বলেছেন, করণ জোহর না থাকলেও আলিয়া বলিউডে আসতেন। কারণ পরিচালক মহেশ ভাটের কন্যা বলে কথা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/x5jj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন