English

34 C
Dhaka
মঙ্গলবার, জুন ৬, ২০২৩
- Advertisement -

ক্যান্সারে মারা গেলেন মার্কিন অভিনেত্রী লিন্ডা মাঞ্জ

- Advertisements -
Advertisements
Advertisements

মার্কিন অভিনেত্রী লিন্ডা মাঞ্জ আর নেই। ফুসফুস ক্যান্সারের সঙ্গে পেরে না উঠে ১৪ আগস্ট মৃত্যুবরণ করেছেন তিনি। তার বয়স হয়েছিলো ৫৮ বছর। লিন্ডার মৃত্যুতে শোকাহত হলিউড।
১৯৬১ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন লিন্ডা মাঞ্জ। বড় পর্দায় তিনি কাজ শুরু করেন মাত্র ১৫ বছর বয়সে বিখ্যাত ‘ডেইস অফ হ্যাভেন’ ছবি দিয়ে। এ সিনেমায় দারুণ অভিনয় করে প্রশংসিত হন তিনি। আসেন সবার নজরে।
এরপর একে একে ‘দ্যা ওয়ানডারস’, ‘আউট অফ ব্লু’, ‘দ্যা স্নো কুইন’র মতো জনপ্রিয় সব সিনেমা উপহার দিয়েছেন এই গুণী অভিনেত্রী।
১৯৮৫ সালে ববি গুথ্রিকে বিয়ে করেন লিন্ডা। সেই থেকে তাকে অনেকে লিন্ডা গ্রুথ্রি নামেও ডাকেন। তাদের সংসারে তিনজন সন্তান।
বেশ অনেকদিন ধরেই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন লিন্ডা। সর্বশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় অবশেষে তার ৫৯তম জন্মদিনের মাত্র ৬ দিন আগেই পৃথিবী থেকে বিদায় নেন তিনি।
বিদায়ী আনুষ্ঠানিকতায় তার স্বামী গ্রুথি জানান, ‘লিন্ডা একজন প্রেমময় স্ত্রী। যত্নশীল মা। একজন দুর্দান্ত দাদী এবং দারুণ বন্ধু ছিলো। তাকে সবাই পছন্দ করতো। তার সিনেমার ক্যারিয়ার ঈর্ষণীয়। আমার প্রেমে সে বেঁচে থাকবে। মানুষের মাঝে সে বেঁচে থাকবে তার কাজ দিয়ে।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন