English

31.8 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

জীবনে তিনবার যে ‘একই ভুল’ করেন অভিষেক

- Advertisements -

নাসিম রুমি: বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের ছেলে জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চনের ঝুলিতে হিট সিনেমার সংখ্যা খুব বেশি না হলেও তার দর্শকমনে আগাগোড়াই ছাপ ফেলেছে। ক্যারিয়ারে এমন বেশ কিছু সিনেমা তিনি প্রত্যাখ্যান করেছেন, যা পরে বক্স অফিসে সফল হয়েছে।

জানা গেছে, এর আগে অভিষেক তিনটি বড় সিনেমা প্রত্যাখ্যান করেছিলেন। সেগুলো হলো— লগান, দিল চাহতা হ্যায় এবং রং দে বাসন্তী।

এসব সিনেমা প্রতিটিই পরে ব্লকবাস্টার হয়েছে। তাই এ সিনেমাগুলোর প্রস্তাব গ্রহণ করলে তার ক্যারিয়ার হয়তো অন্য রকম হতো।

পরিচালক আশুতোষ গোয়ারিকর ‘লগান’ ছিল একটি যুগান্তকারী সিনেমা, যা বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল। এ সিনেমার প্রধান চরিত্রের জন্য অভিষেক বচ্চনকে প্রথম পছন্দ হিসাবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন।

অবশেষে সেই চরিত্রটি যায় আমির খানের ঝুলিতে। তিনি সিনেমাটির প্রযোজকও ছিলেন। গ্রেসি সিং ও ব্রিটিশ অভিনেতা র্যাচেল শেলি এবং পল ব্ল্যাকথর্ন অভিনীত ‘লগান’ বাণিজ্যিকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। সমালোচকদের কাছেও প্রশংসিত হয় সিনেমাটি।

এ ছাড়া ফারহান আখতার পরিচালিত ‘দিল চাহতা হ্যায়’ সিনেমাটি মূলত অভিষেক বচ্চনের কথা মাথায় রেখেই স্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল। অজানা কারণে তিনি এ সিনেমায় যোগ দেননি। পরে মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান, বাংলার নবাব সাইফ আলি খান এবং অক্ষয় খান্না এ সিনেমায় অভিনয় করেন।যা পরে বক্স অফিসে সুপারহিট হয়।

অন্যদিকে রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ‘রং দে বসন্তী’তে রাজনীতি, ইতিহাস এবং যুব আন্দোলনের মিশ্রণ ঘটে। এতেও অভিষেক বচ্চন প্রথম পছন্দ ছিলেন বলে জানা যায়। কিন্তু অভিষেক সেই প্রস্তাব ফিরিয়ে দেন। সিনেমাটি পরে বক্স অফিসে রেকর্ড গড়ে।

এদিকে, সাফল্যের নিরীখে অভিষেকের থেকে অনেকটাই এগিয়ে তার স্ত্রী সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। দুই তারকার মধ্যে এই তুলনা এখনো চলে। অনেকেই মনে করেন, তাদের দূরত্বের কারণও নাকি এটাই। তবে যাবতীয় বিতর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xbqh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন