English

29.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

দুর্গন্ধ ছড়ানোয় ফাঁস হলো রহস্য: অভিনেত্রী আয়েশা খানের মরদেহ উদ্ধার

- Advertisements -

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা খানের মরদেহ করাচির গুলশান-ই-ইকবাল এলাকার নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) দেশটির সংবাদমাধ্যম জিও টিভির বরাতে এ তথ্য জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

পুলিশের ধারণা, আয়েশার মৃত্যু হয়েছে প্রায় এক সপ্তাহ আগে। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হওয়ার বিষয়টি প্রতিবেশীরা তার পরিবারকে জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে করাচির জিন্নাহ স্নাতকোত্তর মেডিকেল সেন্টারে স্থানান্তর করে।

এরপর মরদেহ ইধি ফাউন্ডেশনের সোহরাব গোঠের মর্গে রাখা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আয়েশা খানের পরিবারের অনুরোধে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। জানাজা ও দাফনের সময়-স্থান পরে জানানো হবে।

আয়েশা খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আর্টস কাউন্সিল অব পাকিস্তানের সভাপতি আহমেদ শাহ। তিনি বলেন, “দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে পাকিস্তানের নাট্য ও বিনোদন জগতে অবদান রেখেছেন আয়েশা খান। তার মৃত্যু এ শিল্পজগতের জন্য অপূরণীয় ক্ষতি।”

১৯৪৮ সালে জন্ম নেওয়া আয়েশা খান অভিনেত্রী খালিদা রিয়াসাতের বড় বোন। পিটিভির জনপ্রিয় নাটক ‘আফশান’, ‘আরুসা’, ‘ফ্যামিলি ৯৩’ তে অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেন। সাম্প্রতিক বছরগুলোতে ‘মেহেন্দি’, ‘নাকাব জান’, ‘ভরোসা প্যায়ার তেরা’ ও ‘বিসাত এ দিল’সহ একাধিক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে ‘আফশান’ নাটক বিশেষভাবে প্রশংসিত। এতে তিনি এমন এক নারীর চরিত্রে অভিনয় করেন যার স্বামী ও ভাই নিরাপত্তাজনিত কারণে দেশ ছেড়ে পালিয়ে যায়, আর তিনি সন্তান ও ভাইয়ের মেয়েকে আগলে রেখে স্বামীর ফিরে আসার প্রতীক্ষায় থাকেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0esi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন