English

30 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
- Advertisement -

শাড়ি পরা ছবিতে অশ্লীল মন্তব্য, পাল্টা জবাব গায়িকার

- Advertisements -
Advertisements
Advertisements

পরনে হালকা সবুজ শাড়ি, লাল ব্লাউজ। সঙ্গে রয়েছে মানানসই জাঙ্ক জুয়েলারি। খোলা চুলে নন্দনের সামনে পোজ দিচ্ছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী।

নিজেই ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে ইমন লেখেন, ‘শাড়ির চেয়ে সেক্সি আর কিছু হতে পারে না’। ইমনের এই ছবিতে ভালোবাসায় ভরিয়ে দেন ভক্তরা। তবে সমালোচকদের অভাব নেই সোশ্যাল মিডিয়ায়। একজন অশ্লীল ভাষায় আক্রমণ করেন ইমনকে। লেখেন, ‘তোমার দেহের প্রতিটা ইঞ্চি ভোগ করবো। প্রতিটা পশমে আদর করবো। ’
এমন নোংরা কটূক্তি মুখ বুজে সহ্য করেননি ইমন। প্রতিবাদ জানান সোশ্যাল মিডিয়ার দেওয়ালেই। সেই কমেন্টের স্ক্রিন শট ইনস্টার দেওয়ালে পোস্ট করে লেখেন, ‘তোমরা কি সকলে এই প্রোফাইলটা ব্লক করে রিপোর্ট করতে পারবে? তিনি কী বললেন!, আপনারা কী করতে পারেন- সেটা একটু দয়া করে দেখিয়ে দিন!
ইমনের সমর্থনে এগিয়ে আসেন তার অনুরাগীরা। ইমনের ফ্যান পেজের তরফে লেখা হয়, ‘মেয়েদের একটু সম্মান করতে শিখুন! বলতে বাধ্য হচ্ছি, আপনার মা, বোনকে কেউ এই ধরনের কথা বললে আপনার কেমন লাগতো সেটা একটু বুকে হাত দিয়ে ভাবুন!’
সংগীত পরিচালক অনুপম রায় ইমনের পোস্টের কমেন্ট বক্সে লেখেন, ‘আমাদের সমর্থন সবসময় তোমার সঙ্গে রয়েছে।’
সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন