English

33 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
- Advertisement -

অভিনেতার ‘আবদার’ মেটাননি বলে বাদ পড়েছিলেন ইশা!

- Advertisements -
Advertisements
Advertisements

হলিউডে হার্বি ওয়াইনস্টিন কাণ্ডের পর শোবিজ দুনিয়ার অভিনেত্রীরা একের পর এক অভিযোগের ডালি নিয়ে হাজির হয়েছিলেন। ‌‘#মিটু’ আন্দোলনের প্রভাব পড়েছিল সমাজের সর্বক্ষেত্রে। এবার বলিউড অভিনেত্রী ইশা কপিকর জানালেন, ভয়ানক এক তথ্য। নায়কের ‘আবদার’ না মেটানোয় ছবি থেকে বাদ পড়েছিলেন ‘এক বিবাহ…অ্যায়সা ভি’ অভিনেত্রী।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ইশা বলেন, “২০০০ সালের মাঝামাঝি সময়ে এক জন প্রযোজক বললেন তার ছবিতে অভিনয় করতে হলে নায়কের ‘গুড বুক’-এ থাকতে হবে। আমি তখন বুঝতে পারিনি তিনি কী বোঝাতে চাইছেন। পরে সেই নায়কের সঙ্গে কথা হয়। তিনি জানান, তাঁর সঙ্গে একা দেখা করতে হবে। পরে সেই ছবি থেকে বাদ দেওয়া হয় আমাকে। ”

যদিও সেই অভিনেতা ও প্রযোজকের নাম প্রকাশ করেননি ইশা। ইশা কি একান্তে দেখা করেছিলেন সেই অভিনেতার সঙ্গে? জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি এখানে কাজ করতে এসেছি। কাউকে পছন্দ হলে তবেই আমি তাঁর সঙ্গে কথা বলি। কেউ আমার সঙ্গে চালাকি করতে চাইলে আমি তার মধ্যে থাকি না। ’

ইশার ক্যারিয়ারে কাস্টিং কাউচের প্রভাব পড়েছিল বলেই বেশিদূর এগোতে পারেননি, এমনটাই দাবি করেছেন অভিনেত্রী।

১৯৯৮ সালে ‘এক থা দিল এক থি ধড়কন’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইশার। তার পর একে একে ‘ফিজা’, ‘কম্পানি’, ‘ডরনা মানা হ্যায়’, ‘কৃষ্ণা কটেজ’, ‘কেয়া কুল হ্যায় হাম’, ‘৩৬ চায়না টাউন’, ‘ডরনা জরুরি হ্যায়’সহ বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করেছেন।
এখন অবশ্য মারাঠি, কন্নড় ও তেলুগু ছবিতে অভিনয় করছেন ইশা। দেখা গেছে ওয়েব সিরিজ ‘ফিক্সার’-এও।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন