English

26.7 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫
- Advertisement -

আরিয়ানের সিরিজে অন্তর্জাল মাতাচ্ছে রাঘব-ইমরান হাশমি

- Advertisements -

অন্তর্জালে মুক্তি পেয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রথম সিরিজ ‘ব্যাডস অব বলিউড’, যা নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল।

গত বৃহস্পতিবার নেটফ্লিক্সে মুক্তির পর নানা কারণেই সিরিজটি এখন তুমুল আলোচনায়। ৭ পর্বের এই সিরিজে বলিউডের সব ব্যয়বহুল তারকাকে একসঙ্গে দেখা গেছে। তবে সব কিছু ছাপিয়ে ব্যাপক আলোচনা চলছে সিরিজটিতে রাঘব জুয়েল আর ইমরান হাশমির একটি দৃশ্য নিয়ে।

মজার সেই দৃশ্যটি ইতিমধ্যে সোশ্যালে ভাইরাল, একইসঙ্গে করছেন নানা ধরনের মন্তব্যও।

সিরিজটিতে ইমরান হাশমির অন্ধভক্ত পারভেজ (রাঘব জুয়েল)। একপর্যায়ে তিনি ইমরানের মুখমণ্ডল ছাপা টি-শার্ট পরে হাজির হন এবং ইমরান হাশমিকে সামনে পেয়ে হঠাৎ করেই গেয়ে ওঠেন অভিনেতার বহুল জনপ্রিয় গান ‘কাহো না কাহো’। ভক্তের এমন কাণ্ডে ইমরান যেমন চমকে যান, তেমনি দর্শকও হেসে কুটিকুটি হন।

এ ছাড়া দৃশ্যটির শেষে ইমরানকে জড়িয়ে ধরে রাঘবের সংলাপ—‘আগেও বলেছি, এখনো বলছি, মরতে মরতেও বলে যাব…সারা বলিউড এক দিকে, আর ইমরান হাশমি এক দিকে।’

এই দৃশ্যটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে চলছে চর্চা। কেউ কেউ বলছেন, ‘ইমরান হাশমির ছোট্ট উপস্থিতি হৃদয় কেড়ে নিয়েছে, রাঘবের সঙ্গে তাঁর কেমিস্ট্রি একেবারেই ব্লকবাস্টার।
’ আবার কেউ ভিডিওটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘ফ্যান মোমেন্ট। ইমরান হাশমিকে সামনে পেলে আমিও এমন করতাম।’ 

গৌরি খানের প্রযোজনায় ‘ব্যাডস অব বলিউড’ সিরিজটিতে বলিউডকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। এই সিরিজে একে একে হাজির হয়েছেন ববি দেওল, লক্ষ‍্য লালওয়ানি, সাহের বাম্বা, মোনা সিং ও রাঘব জুয়াল। আর চমক হিসেবে বিভিন্ন সময়ে হাজির হয়েছেন শাহরুখ খান, আমির খান, সালমান খান, এস এস রাজামৌলি, করণ জোহর, ইমরান হাশমি, রণবীর কাপুর, রণবীর সিং প্রমুখরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d86s
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন