English

29 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
- Advertisement -

এনামুল কবির সুজনের গান করলেন কবির সুমন

- Advertisements -

প্রথমবার বাংলাদেশী কোন গীতিকবির লেখা গান গাইলেন উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কবির সুমন। আর এই গীতিকবি হলেন এনামুল কবির সুজন। ‘যাচ্ছে জীবন’ শিরোনামের ভিনটেজ ধর্মী গানটি নিজেই সুরারোপ করে কণ্ঠও দিয়েছেন কবির সুমন। আর গানের সঙ্গীতায়োজন করেছেন পশ্চীমবঙ্গের প্রখ্যাত সঙ্গীত পরিচালক ধ্রুব বসু। কবীর সুমন সাধারণত নিজেই নিজের গান এবং লেখা সুরারোপের কাজটি থাকেন।
অন্যদের লেখা কিছু গানও তিনি গেয়েছেন তবে বাংলাদেশী কোন গীতিকবির লেখা গান তার সঙ্গীতজীবনে এবারই প্রথমবার গাইলেন। বিষয় টি কলকাতার আনন্দ বাজার পত্রিকাসহ আরো কিছু সংবাদপত্রে বেশ ফলাও করে সংবাদ প্রকাশ করে। সেখানে এই গানের বিষয়ে কবির সুমন বলেছেন,‘ গানটি সুর করার পর আমার কয়েকজন ছাত্রছাত্রী ভিষণ পছন্দ করেছে। আমি আশাবাদী গানটি আমার এবং বাংলাদেশী গীতিকবি এনামুল কবির সুজনের একটি মাইলস্টোন হয়ে থাকবে।’ এনামুল কবির সুজন বলেন,‘ এর আগে আমার লেখা গান দেশের সিনিয়র এবং জুনিয়র শিল্পীদের অনেকেই গেয়েছেন। তবে কবির সুমনের কণ্ঠে আমার গানের বিষয়টি আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা এবং বিশাল প্রাপ্তি। আমি তার কাছে কৃতজ্ঞ কারণ তিনি আমার লেখা গানটি আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন এবং সুর করে কণ্ঠও দিয়েছেন। মিউজিক ভিডিও নির্মানের পর খুব শীঘ্রই গানটি বাংলাদেশ এবং ভারতের অনলাইন প্লাটফর্মে মুক্তি দেয়া হবে।’ উল্লেখ্য এর আগে এনামুল কবির সুজনের লেখা গান করেছেন সাবিনা ইয়াসমিন, রথীন্দ্রনাথ রায়, চাইম ভোকাল খালিদ, বাদশা বুলবুল, বেলাল খান, মাহাদী, কিশোর, কোনাল আরও অনেকেই। গীতিকবি সংঘের সদস্য এনামুল কবির সুজন গান লেখার পাশাপাশি একজন বিনোদন এবং আইটি উদ্যোক্তা হিসেবেও স্বনামে পরিচিত।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন