English

37 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
- Advertisement -

চিরসবুজ নায়ক জাফর ইকবালের জন্মদিন আজ

- Advertisements -

নাসিম রুমি: ঢাকাই সিনেমার চিরসবুজ নায়ক বলা হয় জাফর ইকবালকে। অভিনয়ে নৈপুণ্য ও দারুণ স্টাইলের জন্য আজও তিনি দর্শক হৃদয়ে উজ্জ্বল। অকাল প্রয়াত এ নায়কের জন্মদিন আজ।

১৯৫০ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার গুলশানে জন্ম হয় এ নায়কের। দেশবরেণ্য কণ্ঠশিল্পী শাহানাজ রহমতুল্লাহ তার ছোট বোন। বড় ভাই আনোয়ার পারভেজও একজন নন্দিত সুরকার ও সংগীত পরিচালক।

Advertisements

পারিবারিক আবহের কারণেই জাফর ইকবাল প্রথমে গায়ক হিসেবে পরিচিতি পান। ১৯৬৬ সালে ব্যান্ড গড়ে তুলে বিভিন্ন প্রোগ্রামে গান গাইতে থাকেন তিনি। তিনি ‘পিচঢালা পথ’ সিনেমাতেও গান করেন।

ঘটনাচক্রে জড়িয়ে যান সিনেমায়। মুক্তিযুদ্ধের আগে কবরীর বিপরীতে ‘আপন পর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন জাফর ইকবাল।

Advertisements

পরবর্তীকালে ‘সূর্যসংগ্রাম’ও এর সিকুয়াল ‘সূর্যস্বাধীন’ সিনেমায় ববিতার বিপরীতে অভিনয় করেন। ১৯৭৫ সালে ‘মাস্তান’চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পান।

ক্যারিয়ারে জাফর ইকবাল ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেন। নন্দিত নায়িকা ববিতার সঙ্গে তার জুটি ছিল দর্শক নন্দিত। ববিতার বিপরীতে ৩০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

জাফর ইকবাল অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ভাই বন্ধু, চোরের বউ, মাস্তান,অবদান, সাধারণ মেয়ে, একই অঙ্গে এত রূপ, ফকির মজনুশাহ, দিনের পর দিন, অংশীদার, মেঘবিজলী বাদল, সাত রাজার ধন, আশীর্বাদ, অপমান, এক মুঠো ভাত, নয়নের আলো, ওগো বিদেশিনী, নবাব, প্রতিরোধ ইত্যাদি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন