English

35 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
- Advertisement -

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান বয়কটের ঘোষণা

- Advertisements -

নাসিম রুমি: দেশের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এর আসর। তবে এই অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নেতারা। গতকাল বুধবার সমিতির কার্যালয়ে এই ঘোষণা দেওয়া হয়।

Advertisements

নেতাদের ভাষ্য, ‘চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই অনুষ্ঠান সুন্দর করার জন্য শিল্পীরা অনেক দিন ধরেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’

তারা বলেন, ‘একজন প্রযোজক চলচ্চিত্র নির্মাণ করলেই একটি চলচ্চিত্র তৈরি হয়। আর সেই চলচ্চিত্রের জন্যই পুরস্কার দেওয়া হয়।

অথচ আমরা এবারই প্রথম দেখলাম, এবার চলচ্চিত্রের জন্য যতগুলো কার্ড (অনুষ্ঠানের আমন্ত্রণপত্র) দেওয়া হয়েছে তার মধ্যে তিন ভাগের দুই ভাগেই বলা হয়েছে- আসন সংখ্যা উপরে বা দোতলায়। অল্প সংখ্যক প্রযোজককে নিচে বসার জন্য কার্ড দেওয়া হয়েছে। এ বিষয়টির জন্য আমরা প্রযোজকরা মর্মাহত হয়েছি। আমাদের ছোট করা হয়েছে, অসম্মান করা হয়েছে।’

Advertisements

সমিতির নেতারা আরও বলেন, ‘এটা কেন করা হয়েছে তা আমরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের কর্তৃপক্ষের কাছে জানতে চাই। তারা যদি আমাদের সঠিক উত্তর না দিতে পারে বা বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমরা অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির কার্লোয়ে এ সময় উপস্থিত ছিলে- খোরশেদ আলম খসরু, আলিমুল্লাহ খোকনসহ আরও অনেকে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন