English

37 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২, ২০২৪
- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং গাইলেন শন পল ও কেস

- Advertisements -

আগামী জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসন্ন আসরে ২০টি দল অংশ নেবে। যা টি–টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি দলের অংশগ্রহণ। মেগা এই আসরের জন্য তৈরি করা হয়েছে অফিসিয়াল থিম সং। বিশ্বকাপের থিম সং গেয়েছেন দুই সুপারস্টার শন পল ও কেস।

গ্র্যামি পুরস্কার জেতা শন পল এবং সকা সুপারস্টার কেস একত্রে গেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং। গানটি প্রযোজনা করেছে ত্যানো মন্টানো। ভিডিও চিত্রও প্রকাশ করবে আইসিসি। এতে থাকবেন কয়েকজন সুপারস্টার।

শন পল বলেন, ‘ক্রিকেট সব সময়ই আমাদের সংস্কৃতির প্রধান অংশ। তাই, আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং রেকর্ড করতে পেরে সম্মানিত। আমি কেসের বড় ভক্ত। ক্যারিবিয়ান কিছু নাচের সঙ্গে তাদের সংস্কৃতির চমৎকার মেলবন্ধন হবে এই গানে। গানটি মানুষের ঐক্য ও ভ্রাতৃত্বের সংযোগ স্থাপনের জন্য আদর্শ হয়ে থাকবে।’

বিশ্বকাপের থিম সংয়ের অংশ হতে পেরে গর্বিত কেস। তিনি বলেন, ‘আমাদের সবার লক্ষ্য বিশ্বকে একত্রিত করা। তাই, ক্রিকেটকে আমরা গানের সুরে সুর বেঁধেছি, যা খুবই শক্তিশালী এক মাধ্যম। শন পল এবং ত্যানো অসাধারণ সৃষ্টি করেছেন। আশা করছি, বিশ্বব্যাপী সবাই এই গানটি গাইবে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের সকলের মুখে এই গানটি শোনার জন্য আমার তর সইছে না।’

আইসিসির বিপণন ও যোগাযোগ বিভাগের জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফারলং বলেন, ‘আমরা বিশ্বের দুই অন্যতম সুপারস্টার শন পল ও কেসকে পেয়ে আনন্দিত। আমরা বিশ্বাস করি, ক্রিকেট উৎসবের সঙ্গে গানের যুগলবন্দি রয়েছে। এবারও সমর্থকরা এমন একটি গান আশা করতে পারেন, যা ক্যারিবিয়ান পরিচয়কে প্রতিফলিত করবে।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন