English

26.7 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

তানভীর তারেকের কথায় তপন চৌধুরীর ‘খেলাঘর’

- Advertisements -

দীর্ঘদিন পর তপন চৌধুরীর নতুন গান প্রকাশ পাচ্ছে। গানের শিরোনাম খেলাঘর। কেউ আগে, কেউ পরে/ যেতে হবে ওপারে/ বিধাতা লিখে রাখে/ একটা জনম। এমন দারুণ কিছু কথায় গানটি লিখেছেন তানভীর তারেক।

তানভীর তারেক এর কথা, সুর ও সঙ্গীতে সেলিব্রিটি স্টুডিওতে গানটি ধারণ করা হয়। গানটি প্রসঙ্গে দেশবরেণ্য শিল্পী তপন চৌধুরী বলেন,‘তানভীরের কথা ও সুরে গান করবো এমন পরিকল্পনা অনেক আগের। অবশেষে এবারে গানটি হয়ে দাঁড়ালো। আমি যেকোনো গান গাইবার আগে প্রথমে লিরিকটা দেখতে চাই। তানভীরের এই গানটির লিরিকটি মনকে নাড়া দিয়েছে। পরে বলি সুর করে গানটা বাঁধতে। সেভাবেই ওর স্টুডিওতে গাওয়া হলো গানটি।’

গানটির প্রণেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার তানভীর তারেক বলেন,‘এ সময়ে শুদ্ধ গানের চর্চা করছেন অনেকেই। কিন্তু শুদ্ধ সঙ্গীতের পৃষ্ঠপোষকতার মানুষ কম। সেদিক দিয়ে তপন দা’র এই গানটি প্রকাশের জন্য ধ্রুব মিউজিক স্টেশনকে কৃতজ্ঞতা জানাতেই হয়। মাসকয়েক আগে গানটির ১ মিনিটের একটি ডেমো প্রাথমিকভাবে ফেসবুকে প্রকাশ করি। এর কিছুক্ষন পরই ধ্রুব দা আমাকে লেখেন, গানটা আমার চাই। মূলত ঐ টুকুন কথাই ছিল বাকি গান তৈরির জন্য অনুপ্রেরণা। কারণ তখনও গানটি পুরোটা লেখাও হয়নি। এরপর শেষ করে তপন দা’কে বললাম। কারণ তপন দার সাথে আমার এটিই প্রথম কাজ।

খুব কাছের বড় ভাইয়ের মতো একজন মানুষ আমার জীবনে তপন চৌধুরী। অথচ অন্য অনেক শিল্পীর সাথে কাজ করা হলেও, তপন দা’র কন্ঠে আমার সুরে কোনো গান করা হয়নি। অবশেষে সেই ইচ্ছেটি পুরণ হলো। গানটি একেবারে ভেতরের অনুভবের গান। নিয়তির কথা নিয়ে তৈরি একটি গান। যে কোনো সংবেদনশীল শ্রোতাকে গানটি নাড়া দেবে বলে আমার বিশ্বাস।’

গানটি প্রসঙ্গে প্রকাশক ধ্রুব গুহ বলেন,‘ডিএমএস সবসময় সৃজনশীলতাকে শ্রদ্ধা করে এসেছে। তাই সেদিক দিয়ে কিছু কাজ আত্মার খোরাক ও সংস্কৃতির প্রতি দায়বোধ থেকেও করে থাকি আমরা। তপন চৌধুরী আধুনিক বাংলা গানের এক মুগ্ধতার নাম। তানভীর ভাই অসাধারণ একটি কাজ করেছেন। শোতাদের জন্য এটি বিশেষ উপহার হবে বলে আমি মনে করি।’

গানটির গল্প নিয়ে এর থিম অনুযায়ী অসাধারণ একটি মিউজিক ভিডিও নির্মান করা হয়েছে। আল মাসুদের নির্মানে এ গানটির প্রধান মডেল হিসেবে অভিনয় করেছেন অভিনেত্রী নওশাবা আহমেদ। খেলাঘর শিরোনামের এই গানটি ঈদ উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে মুক্তি পাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xw7y
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন