প্রেমে পড়তে জুড়ি নেই হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের। জীবনে কতবার সম্পর্ক ভেঙেছেন, ফের নতুন সম্পর্ক গড়েছেন তার হিসেব নেই। ৫৩ বছর বয়সী পামেলা এবার প্রেমে পড়েছেন তারই ব্যক্তিগত এক দেহরক্ষীর।
৪০ বছর বয়সী সেই বডিগার্ড দুই বছর ধরে মডেল-অভিনেত্রীর জন্য পূর্ণকালীন নিরাপত্তার দায়িত্ব পালন করেন। জানা গেছে, মার্চ থেকে শুরু হওয়া লকডাউনের পরই একসঙ্গে কোয়ারেন্টিনে ছিলেন পামেলা ও সেই দেহরক্ষী। এভাবেই দুজন সম্পর্কে জড়িয়েছেন। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র আরো জানায়, নতুন প্রেম নিয়ে ভীষণ সিরিয়াস পামেলা। বিয়ের কথাও নাকি ভাবছেন।
এর আগে আরো চারবার বিয়ে করেছিলেন, যার সব গুলোই ভেঙে গিয়েছিলো। এ বছরের শুরুতেও বিয়ে করেছিলেন তিনি। সে বিয়ে টিকেছিল মোটে ১২ দিন। যদিও এক টুইটে পামেলা জানিয়েছেন, এটা আনুষ্ঠানিক বিয়ে ছিলো না। সম্পর্কটা ছিল শুধু ‘অদ্ভুত এক লাঞ্চ’।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/v31k
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন