English

32.2 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
- Advertisement -

ধুরন্ধর’ সিনেমার প্রথম ঝলকে ভক্তদের চমকে দিলেন রণবীর সিং

- Advertisements -

নাসিম রুমি: জন্মদিনেই নতুন সিনেমা ‘ধুরন্ধর’র টিজার প্রকাশ করলেন বলিউড অভিনেতা রণবীর সিং। অন্তর্জালে টিজার প্রকাশ হতেই ভক্তদের চোখ ধাঁধানো নতুন অভিজ্ঞতা দিলেন এ অভিনেতা।

রোববার (৬ জুলাই) দুপুরে জিও স্টুডিওতে প্রকাশিত হয় ‘ধুরন্ধর’র টিজার। ২ মিনিট ৩৯ সেকেন্ডের টিজারে দেখা যাচ্ছে, অ্যাকশনধর্মী সিনেমার প্রতিটি মুহূর্তে জড়িয়ে রয়েছে রহস্যময়তা। আজ রণবীর সিংয়ের জন্মদিন। তাই এই বিশেষ দিনে টিজার প্রকাশ করা হয়েছে।

টিজারটিতে রণবীর সিংয়ের পাশাপাশি সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন ও অর্জুন রামপালের মতো তারকাদের উপস্থিতি দর্শক হৃদয়ে আরও উত্তেজনা বাড়াচ্ছে। এরইমধ্যে নেটিজেনদের প্রশংসা বন্যায় ভাসতে শুরু করেছেন রণবীর।

লেখক, পরিচালক ও প্রযোজক আদিত্য ধরের নতুন এ সিনেমায় রয়েছে সংগীতশিল্পী শাশ্বতের একটি মৌলিক কম্পোজিশন, যেখানে কণ্ঠ দিয়েছেন জ্যাসমিন স্যান্ডলাস।

জানা যায়, সিনেমাটি এমন মানুষের গল্প বলবে যাদের কেউ চেনে না, ইতিহাসের পাতায় যাদের কাহিনি উল্লেখ নেই। আড়ালে থাকা সেসব নায়কদের গল্প তুলে ধরা হবে ‘ধুরন্ধর’ সিনেমায়।

রণবীর সিং অভিনীত নতুন সিনেমাটি চলতি বছরের ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dr2c
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন