English

29.2 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫
- Advertisement -

বড় বিতর্কে কমল হাসান, নিষিদ্ধ হলো অভিনেতার সিনেমা

- Advertisements -

নাসিম রুমি: কন্নড় ভাষার উৎস নিয়ে বিতর্কিত মন্তব্য করে আইনি জটিলতায় দক্ষিণী তারকা কমল হাসান। সম্প্রতি এই অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে কর্ণাটক রক্ষণা বেদিকে সংগঠন। এবার নিষিদ্ধ করা হলো এই তারকার বড় বাজেটের সিনেমা ‘ঠাগ লাইফ’।

এর আগে শনিবার চেন্নাইয়ে একটি ছবির প্রচারে গিয়ে কমল হাসান দাবি করেন, কন্নড় ভাষার উৎপত্তি তামিল ভাষা থেকে। তার এই মন্তব্যের পরই দক্ষিণী রাজ্যে ক্ষোভ এবং বিতর্কের সৃষ্টি হয়েছে। কন্নড়পন্থী বিভিন্ন গোষ্ঠী এবং সাংস্কৃতিক কর্মীরা অভিনেতাকে তার মন্তব্য প্রত্যাহার করে সরাসরি ক্ষমা চাওয়ার দাবি জানান।

পরে সংশ্লিষ্ট ইস্যুতে দাক্ষিণাত্যভূমের মেগাস্টারের বিরুদ্ধে ছবি-ফেস্টুন হাতে বিক্ষোভ প্রদর্শন করেন সাধারণ মানুষ। এরপরই কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স কমলের আসন্ন সিনেমা ‘ঠাগ লাইফ’ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় বলে ভারতীয় গণমাধ্যমের খবরে উঠে এসেছে।

কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স জানিয়েছে, এই ভাষা বিতর্কে আমরা কর্ণাটকা রক্ষণা বেদিকে-সহ বাকি সংগঠনগুলির দাবি মেনে কমল হাসানের ছবি বয়কটের সিদ্ধান্তে সমর্থন জানাচ্ছি। কারণ উনি এখনও ক্ষমা চাননি। আর তার সিনেমাও আমরা কর্ণাটকে মুক্তি পেতে দেব না। নিষিদ্ধ করা হলো তার ছবি।

মণিরত্নম পরিচালিত ‘ঠাগ লাইফ’ সিনেমাটি নিয়ে বহু দিন ধরেই দর্শকদের মধ্যে প্রত্যাশার সৃষ্টি হয়েছিল। এই ছবিতে কমল হাসানের পাশাপাশি তৃষা কৃষ্ণন, পঙ্কজ ত্রিপাঠী, রোহিত শ্রফ-সহ আরও অনেকে অভিনয় করেছেন। তবে বিতর্কের জেরে এই সিনেমা থেকে বঞ্চিত থাকছেন কর্ণাটকের দর্শক, অনুরাগীরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1pyo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন