ভারতীয় অভিনেত্রী রুবিনা দিলাইক ২০২৩ সালে যমজ কন্যাসন্তানের মা হয়েছেন। আবারো নাকি মা হতে চলেছেন তিনি। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় সেখবর দিতেই আলোচনায় ‘ছোটি বহু’।
৩৮ বছর বয়সি অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি গর্ভবতী’।
রুবিনার ভিডিও ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কৌতূহল, নতুন কোনও কাজের খবর দিতেই কি এমন প্রচার কৌশলীর পথে হাঁটলেন? যদিও অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছাড়া ওই ভিডিওতে আর একটি শব্দও খরচ করেননি অভিনেত্রী।
শুধু তাই নয়, যে অভিনেত্রী দিনরাত স্বামী সোহাগের মুহূর্ত ভাগ করে নেন সামাজিকমাধ্যমে, সেই তিনিই কিনা সন্তান হওয়ার সুখবরে স্বামী অভিনব শুক্লাকে ট্যাগ করলেন না? বিষয়টি নজর এড়ায়নি অনুরাগীদের। আর সেখান থেকেই ‘পাবলিসিটি স্টান্ট’-এর জল্পনার সূত্রপাত।
উল্লেখ্য, ২০২৩ সালে বোল্ড প্রেগন্যান্সি ফটোশুটে প্রশংসার পাশাপাশি সমালোচনাও কুড়িয়েছিলেন রুবিনা দিলাইক। তার খোলামেলা অবতার অনেকেই পছন্দ করেননি। শুধু তাই নয়, মাসখানেক মা হওয়ার খবরও আড়ালেই রেখেছিলেন।
এবার সেই অভিনেত্রীই নিজে থেকে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন!
