English

24 C
Dhaka
সোমবার, মে ৬, ২০২৪
- Advertisement -

রুশ রকেট হামলায় ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী নিহত

- Advertisements -

ইউক্রেনের রাজধানী কিয়েভের আবাসিক ভবনে রুশ বাহিনীর রকেট হামলায় নিহত হয়েছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস।

Advertisements

শুক্রবার অভিনেত্রীর দল ‘ইয়ং থিয়েটার’ এক বিবৃতিতে জানিয়েছে, কিভের একটি আবাসিক ভবনে রাশিয়ার রকেট হানায় নিহত হয়েছেন ইউক্রেনীয় শিল্পী ওকসানা শভেটস।

জানা গেছে, ওকসানার বয়স হয়েছিল ৬৭ বছর। কিছু দিন আগে শিল্পীদের জন্য ইউক্রেনের সর্বোচ্চ সম্মান ‘ওনার্ড আর্টিস্ট অব ইউক্রেন’ পেয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ইউক্রেন প্রশাসন অভিযোগ করে আসছে, এবার আর সেনা নয়, ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশটির নাগরিকদের উপর হামলা করছে পুতিনের সেনাবাহিনী। এর আগেও কিয়েভ-সহ ইউক্রেনের একাধিক শহরে দোকান-বাজার, বাড়ি, স্কুল ও হাসপাতালের ওপর রুশ ক্ষেপণাস্ত্র হানার অভিযোগ উঠেছে। তাতে প্রাণও হারিয়েছেন সাধারণ মানুষ।

Advertisements

যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শুধুমাত্র ইউক্রেনের সেনা ছাউনিকে লক্ষ্য করেই বিশেষ অভিযান চালাচ্ছে তারা।

প্রসঙ্গত, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শুক্রবার ২৩তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন