English

29.4 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
- Advertisement -

স্টার সিনেপ্লেক্সে স্কারলেট বনাম জম্বিদের ভয়াল লড়াই

- Advertisements -

হলিউডপ্রেমীদের জন্য দারুণ খবর। ঢাকার স্টার সিনেপ্লেক্সে ৪ জুলাই মুক্তি পাচ্ছে আলোচিত দুটি আন্তর্জাতিক সিনেমা—বিজ্ঞানভিত্তিক অ্যাডভেঞ্চার ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ এবং জম্বি থ্রিলার ‘২৮ ইয়ারস লেটার’।

জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ
গ্যারেথ এডওয়ার্ডস পরিচালিত এবং স্কারলেট জোহানসন অভিনীত এই ছবিটি ‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিরিজের চতুর্থ এবং সামগ্রিকভাবে জুরাসিক ফ্র্যাঞ্চাইজির সপ্তম কিস্তি। ১৮০ মিলিয়ন ডলারের বাজেটের এই ছবি ২০২২ সালের ‘ডোমিনিয়ন’-এর পাঁচ বছর পরের গল্প নিয়ে এসেছে।

ফিল্মটিতে জোহানসনের চরিত্র জোরা বেনেট, যিনি ডাইনোসরের জিন নিয়ে গবেষণার মাধ্যমে পৃথিবী রক্ষার মিশনে বের হন। তার সঙ্গে আছেন মাহেরশালা আলী এবং জোনাথন বেইলি। গল্পে রয়েছে চরম বিপদের মুখোমুখি হওয়ার থ্রিলিং অভিজ্ঞতা।

জোহানসন সম্প্রতি বলেন, “জোরা চরিত্রটি কেবল অ্যাকশন নয়, মানবিক সিদ্ধান্ত এবং লক্ষ্য নিয়ে গঠিত। এটি আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে।”

২৮ ইয়ারস লেটার
২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘২৮ ডেইজ লেটার’ এবং ২০০৭ সালের ‘২৮ উইকস লেটার’-এর দীর্ঘ প্রতীক্ষিত সিক্যুয়েল এটি। পরিচালনায় রয়েছেন অস্কারজয়ী ড্যানি বয়েল।

বছরের অন্যতম ব্যবসাসফল হরর সিনেমাটি ইতোমধ্যে ৫৬৯ কোটি টাকার বেশি আয় করেছে। ছবিতে রয়েছে চরম ভায়োলেন্স, দ্রুতগতির জম্বি অ্যাকশন এবং সাসপেন্স। অভিনয় করেছেন অ্যালফি উইলিয়ামস, জোডি কোমার, অ্যারন টেলর জনসন ও রাল্ফ ফাইনস।

উল্লেখযোগ্যভাবে ছবিটির বেশিরভাগ দৃশ্য শুট করা হয়েছে ছোট আকারের আইফোন ক্যামেরা দিয়ে, যা গতিশীলতা এবং অনন্য পরিবেশে শুটিংয়ে সহায়ক ছিল।

ছবির কাহিনিতে দেখা যাবে, ভাইরাস ‘রেজ’ ছড়িয়ে পড়ার পর সমাজব্যবস্থা ভেঙে পড়ে। এক কিশোর স্পাইক তার মায়ের চিকিৎসার জন্য গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ে। পথে সে মুখোমুখি হয় জম্বিদের দানবীয় দাপটের।

দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে বিজ্ঞান ও সাসপেন্সে ভরপুর এক শ্বাসরুদ্ধকর সপ্তাহান্ত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ao4t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন