আর এই পরিবর্তনের জন্যই প্রায় ১৫ কোটি টাকা আর্থিক ক্ষতি বহন করতে হচ্ছে গায়ককে। তবে মিকা সিং জানিয়েছেন, তিনি চাইলেই এই শো করতে পারতেন। যেমন সাম্প্রতিককালে গায়কেরা সিডি বাজিয়ে কণ্ঠ মেলান। মঞ্চে কেবল ঠোঁট চালান। তিনি চাইলেই তেমনটা করতে পারতেন। তবে এমনটা সমর্থন করেন না মিকা। গায়ক বলেন, ‘আমি এমনটা করলে হয়তো এত দিনের নাম, সম্মান সব নষ্ট হয়ে যেত।’
বলিউডের শীর্ষস্থানীয় গায়ক মিকা সিং বছরে অন্তত একবার বিশ্বজুড়ে ট্যুর কনসার্ট করে থাকেন। দেশেও তার কনসার্টের সংখ্যা কম নয়। নিয়মিত কনসার্ট করেন এই গায়ক। ভারতের ধনী সংগীতশিল্পীর তালিকায় মিকা সিং অন্যতম। তবে এ বছর গলার সংক্রমণের কারণে তিনি কোনো রকম ঝুঁকি নিতে চান না। তাই বাতিল করলেন আসন্ন বিশ্ব ট্যুর।