English

31 C
Dhaka
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
- Advertisement -

এফডিসিতে আবার নির্বাচন, প্রার্থী হবেন ‘টারজান’খ্যাত নায়ক ড্যানি সিডাক

- Advertisements -

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নেতৃত্বশন্য। গত বছরের মার্চ মাস থেকে সমিতির প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক। প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন নির্বাচনী তারিখ ঘোষণা করেছে প্রশাসক।

মঙ্গলবার (১ মার্চ) এফডিসিতে প্রযোজকদের সঙ্গে প্রশাসকের এক জরুরি বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত নেয়া হয়, আগামী ২১ মে এফডিসিতে এই নির্বাচন হবে।

Advertisements

এই নির্বাচনে প্রার্থী হবেন ‘টারজান’খ্যাত নায়ক ড্যানি সিডাক৷ তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

‘সুপারম্যান’খ্যাত এই অভিনেতা বলেন, ‘ইচ্ছে আছে নির্বাচনের। প্রস্তুতি নিচ্ছি৷’ তবে কোন পদে লড়বেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানান ড্যানি।

Advertisements

তিনি বলেন, ‘সময় আসুক, আমিই জানাবো কোন পদ নিয়ে মাঠে নামবো। আমি একটি সুষ্ঠু নির্বাচন আশা করছি৷ প্রযোজক পরিবেশক সমিতি হলো সিনেমার অভিভাবকদের সংগঠন। এটি সচল রাখা খুব জরুরি। অতীতে অনেক বাজে লোক সংগঠনটিকে নানা সংকটে ফেলেছে। আমাদের, সিনেমার মানুষদের ভুগিয়েছে৷ আমরা চাইছি সেই কালো মেঘ কেটে যাক।’

তবে আগামী ২১ মে’র পরিবর্তে নির্বাচন আরও কয়েক মাস পিছিয়ে দেয়ার পরামর্শ দিলেন ড্যানি সিডাক৷ তার মতে, করোনাকালীন সব স্থবির হয়ে আছে।

এসময়ে অনেক প্রযোজকই নির্বাচনের জন্য প্রস্তুত নন। অনেকে আবার সিনেমার মুক্তি নিয়ে ঝামেলায় আছেন। তাড়াহুড়ো না করে কিছু সময় নিয়ে নির্বাচন করতে পারলে ভালো হতো বলে দাবি করেন ড্যানি সিডাক।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন