নাসিম রুমি: কয়েক মাস হলো দুই সিনেমা নিয়ে বেশ আলোচনায় রয়েছেন বলিউডের তারকা অভিনেতা রণবীর সিং। গেলো মাসে তার পরবর্তী সিনেমা প্রথম লুক প্রকাশ্যে আসার পর সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ বেড়েছে। সব ঠিক থাকলে ৫ ডিসেম্বর ‘ধুরন্ধর’ মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। এই সিনেমার আলোচনার মাঝেই ‘ডন ৩’ সিনেমার নিয়ে চলছে নানা গুঞ্জন। বাবাবার শুটিং পিছিয়ে যাওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন আদৌ কি এই সিনেমাটি হবে?
শুরুতে শোনা গিয়েছিলো ২০২৩ সালের আগস্টে শুরু হবে ‘ডন ৩’ সিনেমার শুটিং। কিন্তু ফারহান আখতারের ‘বাহাদুর ১২০’ সিনেমার জন্য ‘ডন ৩’র কাজ থমকে যায়। ফারহান প্রথমে তার সিনেমাটি শেষ করে ‘ডন ৩’-এর কাজে হাত দিতে চেয়েছিলেন। ফলে ‘ডন ৩’র নতুন সময়সূচি প্রকাশ করা হয় ২০২৫ সালের মে এবং জুন মাসে। কিন্তু সেটা আর হয়নি।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ডন-৩’ সিনেমার কাজ নাকি পিছিয়ে গিয়ে পরের বছর থেকে শুরু হবে। অনেকেই আবার মনে করছেন, এই সিনেমা না এবার একেবারেই বন্ধ হয়ে যায়!
এছাড়া খলনায়কের ভূমিকায় অভিনয় করার কথা থাকলেও বিক্রান্ত ম্যাসি নাকি সিনেমাটি ছেড়ে দিচ্ছেন। বিক্রান্ত ম্যাসির সিনেমা থেকে সরে যাওয়াকেও অনেকে শুটিং পেছানোর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছেন।
সম্প্রতি প্রকাশিত গণমাধ্যমে একটি প্রতিবেদনে ‘ডন ৩’ নিয়ে আরও অনেক সমস্যার কথা জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটি আগামী বছরের জন্য স্থগিত রাখার কথা ভাবা হচ্ছে। এছাড়া ‘ডন ৩’ বন্ধ করে দেওয়ার খবরও শোনা যাচ্ছে। এই তথ্য নাকি ইতিমধ্যে রণবীর সিংকে দেওয়া হয়েছে। কিন্তু এ বিষয়ে তিনি এখনো কোনো মন্তব্য করেননি।
এর আগে সিনেমাটি ছেড়ে দিয়েছেন কিয়ারা আদভানি। তিনি এখন মা হয়েছেন। তবে বলা হয়েছিল কিয়ারার জায়গায় কৃতি শ্যানন অভিনয় করবেন। কিছু কারণে এই অভিনেত্রীকে চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে গণমাধ্যমে তিনিও কথা বলতে রাজি হননি।