ঢালিউডের আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের শরীরে করা অস্ত্রোপচার সফল হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেছেন, ডিপজল ভাই অপারেনের পর এখন সুস্থ আছেন। ভক্ত ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ডিপজলকে গতকাল সকালেই অপারেশন করানোর কথা ছিল। তার শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকেরা দুপুরের দিকে তাকে অপারেশন থিয়েটারে নেন, বেলা দেড়টার দিকে শুরু হয় অস্ত্রোপচার। জায়েদ খান বলেন, ডিপজল ভাইয়ের কোমরের টিউমার অপারেশন করা হয়েছে। এটি খুব জটিল অস্ত্রোপচার নয়। টানা ৭ থেকে ১০ দিন বিশ্রাম নিলেই তিনি সুস্থ হয়ে উঠবেন।
গত ১২ সেপ্টেম্বর চিকিৎসকেরা ডিপজলকে বেশ কিছু শারীরিক পরীক্ষার পরামর্শ দেন। পরীক্ষায় তার শরীরে টিউমার ধরা পড়ে। এর আগে মার্চ মাস থেকে তিনি ঠাণ্ডার সমস্যায় ভুগছিলেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/kdfr
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন