English

26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
- Advertisement -

নেপালের ছেলে উদিত যেভাবে বলিউডের সুরের সম্রাট

- Advertisements -

বলিউডের কিংবদন্তি গায়ক উদিত নারায়ণ। আশির দশক থেকে এখনও পর্যন্ত তার গাওয়া বহু গান শ্রোতাপ্রিয় হয়েছে। এক সময় মাসে ১০০ টাকা উপার্জন ছিল তার। এখন তিনি কোটি কোটি টাকার মালিক। ‘সুরের সম্রাট’ বলেও অনেকে ভালোবেসে তাকে সম্বোধন করেন।

সোমবার (১ ডিসেম্বর) ৭০ বছর পূর্ণ হয়েছে তার। সাধারণ পরিবারে জন্ম তার। বলিউডের যাত্রা যে খুব মসৃণ ছিল তা নয়।

নেপালের কাঠমান্ডুতে জন্ম উদিতের। বাবা ছিলেন কৃষক। তবে তার সঙ্গীতের প্রথম প্রেরণা ছিলেন মা। লোকশিল্পী হিসেবে পরিচিত ছিলেন তিনি। সেই সূত্রেই ছোটবেলা থেকেই গানের প্রতি ঝোঁক তৈরি হয় উদিতের। ছোটখাটো স্টেজ পারফরম্যান্স দিয়ে শুরু হয় গানের যাত্রা।

১৯৭১ সাল তাকে প্রথম বড় সুযোগ এনে দেয়। সেই বছর কাঠমান্ডু রেডিয়োর জন্য ‘সুন সুন সুন পনভরনি গে তনি ঘুরিয়ো কে তাক’ গানটি তার কণ্ঠে প্রকাশিত হয়। স্থানীয় ভাবে কিছু পরিচিতি মিললেও, বড় সুযোগের সন্ধানে তিনি চলে আসেন মুম্বাই। কিন্তু সেখানে শুরু হয় কঠোর সংগ্রাম। একটি হোটেলে চাকরি করে মাত্র ১০০ টাকা আয়ে দিন কাটাতে হত তাকে।

দীর্ঘ লড়াইয়ের পর ১৯৮০ সালে আসে তার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। ‘ঊনিশ-বিশ’ সিনেমায় মহম্মদ রফির সঙ্গে ‘মিল গয়া’ গানটি গেয়ে বলিউডে অভিষেক হয় উদিত নারায়ণের। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি।

‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘স্বদেশ’, ‘বীর জারা’, ‘মেলা’, ‘ধড়কন’, ‘হম সাথ সাথ হ্যায়’, ‘তেরে নাম’- এমন অসংখ্য সুপারহিট সিনেমায় তার গাওয়া গান আজও শ্রোতাদের মনে সমানতালে জায়গা করে রেখেছে।

ভারতীয় চলচ্চিত্রে প্রতিষ্ঠিত সঙ্গীতশিল্পী হলেও নেপালের সঙ্গীত ও চলচ্চিত্রেও উদিত নারায়ণ এক প্রবাদ পুরুষ। তার অর্জনের তালিকায় রয়েছে ৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ৫টি ফিল্মফেয়ার পুরস্কার। ভারতের ইতিহাসে উদিত নারায়ণ একমাত্র সঙ্গীত শিল্পী যিনি তিন দশকে (আশি দশক, নব্বই দশক ও শূন্য দশক) ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন।

চলচ্চিত্রের গানে অবদান রাখার জন্য ভারত সরকার উদিত নারায়ণকে ২০০৯ সালে পদ্মশ্রী ও ২০১৬ সালে পদ্মভূষণ পুরস্কার প্রদান করে। এছাড়াও নেপালের প্রয়াত রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব ২০০১ সালে উদিত নারায়ণকে প্রবাল গোরখা দক্ষিণ বাহু পুরস্কার প্রদান করেন।

উদিত নারায়ণ ২০১৫ সালে ভোজপুরি সিনেমায় অবদান রাখার জন্য চিত্রগুপ্ত সিনেযাত্রা সম্মান-এ ভূষিত হন। বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলিউডের ৪০টি গানের তালিকায় উদিত নারায়ণের গাওয়া ২১টি গান স্থান পেয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/oyyo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন