বলিউডের কিংবদন্তি গায়ক উদিত নারায়ণ। আশির দশক থেকে এখনও পর্যন্ত তার গাওয়া বহু গান শ্রোতাপ্রিয় হয়েছে। এক সময় মাসে ১০০ টাকা উপার্জন ছিল তার। এখন তিনি কোটি কোটি টাকার মালিক। ‘সুরের সম্রাট’ বলেও অনেকে ভালোবেসে তাকে সম্বোধন করেন।
সোমবার (১ ডিসেম্বর) ৭০ বছর পূর্ণ হয়েছে তার। সাধারণ পরিবারে জন্ম তার। বলিউডের যাত্রা যে খুব মসৃণ ছিল তা নয়।
১৯৭১ সাল তাকে প্রথম বড় সুযোগ এনে দেয়। সেই বছর কাঠমান্ডু রেডিয়োর জন্য ‘সুন সুন সুন পনভরনি গে তনি ঘুরিয়ো কে তাক’ গানটি তার কণ্ঠে প্রকাশিত হয়। স্থানীয় ভাবে কিছু পরিচিতি মিললেও, বড় সুযোগের সন্ধানে তিনি চলে আসেন মুম্বাই। কিন্তু সেখানে শুরু হয় কঠোর সংগ্রাম। একটি হোটেলে চাকরি করে মাত্র ১০০ টাকা আয়ে দিন কাটাতে হত তাকে।
‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘স্বদেশ’, ‘বীর জারা’, ‘মেলা’, ‘ধড়কন’, ‘হম সাথ সাথ হ্যায়’, ‘তেরে নাম’- এমন অসংখ্য সুপারহিট সিনেমায় তার গাওয়া গান আজও শ্রোতাদের মনে সমানতালে জায়গা করে রেখেছে।
চলচ্চিত্রের গানে অবদান রাখার জন্য ভারত সরকার উদিত নারায়ণকে ২০০৯ সালে পদ্মশ্রী ও ২০১৬ সালে পদ্মভূষণ পুরস্কার প্রদান করে। এছাড়াও নেপালের প্রয়াত রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব ২০০১ সালে উদিত নারায়ণকে প্রবাল গোরখা দক্ষিণ বাহু পুরস্কার প্রদান করেন।
